Photo Credit ANI

দিল্লি, ১৯ সেপ্টেম্বর: খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নির্জ্জর-এর খুনের ঘটনায় কানাডায় থাকা ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করল জাস্টিন ট্রুডোর সরকার। গত জুনে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নির্জ্জর সুরের খুনের ঘটনায় ভারত যোগ রয়েছে।  এই অভিযোগে কানাডায় থাকা ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করে সে দেশের সরকার। যা নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল শুরু হয়েছে দু দেশের কূটনৈতিক মহলের তরফে।

যদিও হরদীপ সিং সুরের খুনের ঘটনায় ভারতের কোনও যোগ নেই বলে স্পষ্ট জানানো হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে।  হরদীপ সিং সুরের খুনের ঘটনায় যেভাবে ভারতের বিরুদ্ধে আঙুল তোলা হচ্ছে, তা অযৌক্তিক এবং অনুপ্রাণিত বলেও অভিযোগ করা হয় বিদেশ মন্ত্রকের তরফে।

পাশাপাশি এ বিষয়ে বিদেশ মন্ত্রকের সচিব অরিন্দম বাগচি বিবৃতি প্রকাশ করেন।  যেখানে স্পষ্ট জানানো হয়, খালিস্তানি জঙ্গি হরদীপ সিং সুরের মৃত্যুর ঘটনায় জাস্টিন ট্রুডো সরকার যে অভিযোগ করছে, তা একেবারই অযৌক্তিক।