খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় ভারত এবং কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ চড়তে শুরু করেছে। খালিস্তানি ইস্যুতে ভারত যোগের যে দাবি কানাডা তরফে করা হয়, তা নস্যাৎ করে দেয় দিল্লি। শুধু তাই নয়, হরদীপ সিং নিজ্জর খুনে পাকিস্তানের আইএসআইয়ের হাত রয়েছে, তা ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছে বলে খবর। আরশ দালা, প্যারি দুলাই, গুরজিন্দর সিং পান্নু, বা গুরজিৎ সিং চিমার মত একাধিক খালিস্তানি পাকিস্তানের সঙ্গে সংযুক্ত খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী লখবীর সিং রোডের কাছ থেকে সাহায্য নিয়েছিল। ইন্টারন্যাশনাল শিখ ইয়ুথ ফেডারেশনের (নিষিদ্ধ ঘোষিত) প্রধান লখবীর সিং রোড বর্তমানে কানাডায় থেকে ভারত বিরোধিতায় ক্রমশ মদত দেওয়ার কাজ শুরু করেছে। পাকিস্তানের সঙ্গে সংযোগ রক্ষাকারী লখবীর রোডের সঙ্গে যোগাযোগ রেখে আরশ দালা, প্যারি দুলাইরা সীমান্তপার থেকে অস্ত্র আমদানিও শুরু করে বলে খবর।
রিপোর্টে প্রকাশ, পাকিস্তানের সঙ্গে সংযোগরক্ষাকারী লখবীর রোডের ছেলে ভাগ্গু ব্রার এবং হরদীপ সিং কানাডায় থেকে ক্রমাগত ভারত বিরোধী আন্দোলনে শান দেওয়ার কাজ শুরু করে। ভাগ্গু ব্রার কানাডায় বসবাস করে। ৪৫ বছরের ভাগ্গু কানাডার পাসপোর্ট নিয়ে পাকিস্তানে ক্রমাগত যাতায়াত করে এবং সেখান থেকে আর্থিক সাহায্য নিয়ে কানাডায় বসে কীভাবে ভারত বিরোধিতা করা যায়, সেই কাজ শুরু করে। টরেন্টোয় যেভাবে ভারত বিরোধিতা শুরু করে খালিস্তানপন্থীরা, তার অন্যতম মাথা ভাগ্গু ব্রার।