Photo Credits: IANS

দিল্লি, ২০ সেপ্টেম্বর: ইন্দো-কানাডিয়ান হিন্দুদের নতুন করে হুমকি দিল খালিস্তানি জঙ্গি গুরপতওয়াত সিং পান্নুন। কানাডায় থেকে একটি নয়া ভিডিয়ো প্রকাশ করে গুরপতওয়াত সিং পান্নুন। সখানে ওই খালিস্তানি জঙ্গি বলতে শুরু করে, 'ইন্দো-কানাডিয়ান হিন্দুরা কানাডার সংবিধানের প্রতি আনুগত্য প্রত্যাখ্যান করেছেন। আপনাদের গন্তব্য ভারত। তাই আপনারা কানাডা ত্যাগ করে ভারতে যান।' নিজের ভিডিয়ো বার্তায় পান্নুনকে আরও বলতে শোনা যায়, খালিস্তানিরা বরাবর কানাডা সরকারের প্রতি কৃতজ্ঞ। কানাডা সরকারের প্রতি অনুগত্ব প্রকাশ করে এ দেশের সংবিধানের প্রতি তারা কৃতজ্ঞ বলে মন্তব্য করে পান্নুন।

সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন, হরদীপ সিং নির্জ্জরের খুনের ঘটনায় ভারত যোগ রয়েছে। তাঁদের দেশের গোয়েন্দা সংস্থার হাতে এমন তথ্য এসেছে।  ট্রুডোর দাবির পর তা নস্যাৎ করে দেওয়া হয় বিদেশ মন্ত্রকের তরফে।  হরদীপ সিংয়ের খুনের ঘটনায় কানাডা যে দাবি করছে, তা অযৌক্তিক বলে দাবি করে দিল্লি। হরদীপ সিং খুনের ইস্যুতে দুই দেশের পারদ চড়তে শুরু করে।

এরপর কানাডায় থাকা ভারতের কূটনীতিককে বহিষ্কার করে জাস্টিন ট্রুডো সরকার।  যে খবর আসার এক ঘণ্টার মধ্যে কানাডার কূটনীতিককে ভারত থেকে পালটা বহিষ্কার করা হয়।  শুধু তাই নয়, কানাডার কূটনীতিককে আগামী ৫ দিনের মধ্যে ভারত ছাড়তে হবে বলে জানিয়ে দেওয়া হয় বিদেশ মন্ত্রকের তরফে।