দিল্লি, ২১ সেপ্টেম্বর: জি ২০ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রীর জন্য যে প্রেসিডেন্সিয়াল স্যুটের ব্যবস্থা করা হয়, ভারতের সেই ব্যবস্থাপনা প্রত্যাখান করেন ট্রুডো। একদিনের জন্য ট্রুডো কোনও প্রেসিডেন্সিয়াল স্যুট ব্যবহার করবেন না বলে জানান। এরপর দিল্লির দ্য ললিত হোটেলের সাধারণ ধরে ট্রুডো থাকবেন বলে জানান। সেই অনুযায়ী দ্য ললিত হোটেলের সাধারণ ঘরে ট্রুডোর থাকার ব্যবস্থা করা হয়। জি ২০ সম্মেলন উপলক্ষ্যে যখন ভারতে হাজির হন বিশ্বনেতারা, সেই সময় তাঁদের প্রত্যেকের জন্য ভিভিআইপি হোটেল বুক করা হয়। সেই তালিকা থেকে বাদ পড়েননি ট্রুডোও। তবে তিনি ভারতে এসে কোনও প্রেসিডেন্সিয়াল স্যুটে থাকবেন না বলে জানান জাস্টিন ট্রুডো। সূত্রের তরফে মিলছে এমন খবর।
প্রসঙ্গত দিল্লি পুলিশ এবং নিরাপত্তা সংস্থার কর্মীরা প্রেসিডেন্সিয়াল স্যুটের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তারপরও ট্রুডো দ্য ললিত হোটেলের সাধারণ ধরে থাকেন বলে জানা যায়।
জি ২০ সম্মেলন উপলক্ষ্য়ে দিল্লির প্রায় ৩০টি হোটেলে বিশ্বনেতা এবং বিদেশি আধিকারিকদের থাকার ব্যবস্থা করা হয়। প্রত্যেকে সেই ব্যবস্থাপনায় থাকলেও, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রেসিডেন্সিয়াল স্যুটে থাকতে অস্বীকার করেন।