India, Canada (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২১ সেপ্টেম্বর: খালিস্তানি জঙ্গি খুনের ঘটনায় যখন ভারত এবং কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ চড়ছে, সেই সময় এ দেশে বসবাসকারী কানাডার নাগরিকদের ভিসা ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছে। ভারতে বসবাসকারী কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছে দিল্লির তরফে। গত ১৯ জুন কানাডার সুরেতে খুন হয় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নির্জ্জর। হরদীপের মৃত্যুর কয়েক মাস পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টরুডো দাবি করেন, ওই ঘটনায় ভারত যোগের। হরদীপের মৃত্যুতে ভারত যোগ রয়েছে বলে ট্রুডো যে দাবি করেন, তা নস্যাৎ করে দেওয়া হয় দিল্লির তরফে। এরপরই দু দেশের মদ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ চড়তে শুরু করে।

আরও পড়ুন: India - Canada Row: খালিস্তানিদের অর্থ সাহায্য, কানাডায় 'ভারত বিরোধী' আন্দোলন করতে খালিস্তানিদের সঙ্গে বৈঠক পাকিস্তানের: সূত্র

কানাডায় বসবাসকারী ভারতীয়রা যাতে সতর্ক থাকেন, সে বিষয়ে বিদেশ মন্ত্রকের তরফে পরামর্শ জারি করা হয়। এমনকী খুব বেশি প্রয়োজন না হলে, এই মুহূর্তে কোনও ভারতীয় নাগরিক যাতে কানাডায় না যান, সে বিষয়েও পরামর্শ জারি করে বিদেশ মন্ত্রক। যা নিয়ে চড়তে শুরু করেছে দুই দেশের সম্পর্কের পারদ।