Khalistan Referendum event in Canada (Photo Credit: Twitter)

দিল্লি, ২১ সেপ্টেম্বর: খালিস্তানি জঙ্গি খুন বিতর্কে ভারত এবং কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্য়ে শুরু হয়েছে চাপানউতোর। খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নির্জ্জরের খুনের পর যখন কানাডা এবং ভারতের মধ্যে চূড়ান্ত জল্পনা শুরু হয়েছে, সেই সময় পাকিস্তানের আইএসআইয়ের প্রতিনিধি কানাডায় হাজির। খালিস্তানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পাক আইএসআইয়ের চরকে বৈঠক করতে দেখা যায়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে মেলে এমন খবর। সূত্রের খবর, পাকিস্তানি আইএসআই গ্রুপের  সঙ্গে শিখ ফর জাস্টিস গ্রুপের গুরপতওয়াত পান্নুন-সহ একাধিক খালিস্তানি জঙ্গির সঙ্গে বৈঠক হয়।

গত ৫ দিন আগে কানাডার ভ্যাঙ্কুভারে বসে পান্নুনদের সঙ্গে আইএসআই প্রতিনিধিদের বৈঠক। খালিস্তানি জঙ্গি গোষ্ঠী এবং আইএসআইয়ের সঙ্গে বৈঠকে স্থির হয়, কীভাবে ভারত বিরোধী প্রোপান্ডা ছড়ানো যায়, সে বিষয়ে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমন খবর মেলার পর থেকে তা নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে।

গোয়েন্দা সূত্রে খবর, গত কয়েক মাস ধরে আইএসআইয়ের তরফে খালিস্তানি জঙ্গিদের ফান্ডিং করা হচ্ছে। কানাডায় যাতে ভারত বিরোধী আন্দোলন জোরদার করতে পারে, তার জন্য খালিস্তানি জঙ্গি সংগঠনগুলিকে ক্রমাগত অর্থের যোগান দিচ্ছে পাকিস্তানের আইএসআই। পোস্টার, ব্যানার তৈরি করে যাতে কানাডার বিভিন্ন প্রান্তে ভারত বিরোধী আন্দোলন আরও জোরদার করে পারে খালিস্তানিরা, সে বিষয়ে সচেষ্ট পাকিস্তানের গুপ্তচর সংস্থা।

সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন, খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নির্জ্জরের খুনের ঘটনায় ভারত যোগ রয়েছে। ট্রুডোর ওই দাবির পর তা সঙ্গে সঙ্গে নস্যাৎ করে দেওয়া হয় ভারতের তরফে। যা নিয়ে কানাডা এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের মাঝে তৈরি হয়েছে টানাপোড়েন।