মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে বিমান বাহিনীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মঞ্চে পড়ে যান জো বাইডেন। বৃহস্পতিবার কলোরাডো স্প্রিংসের সার্ভিস একাডেমিতে অনুষ্ঠান চলাকালে প্রেসিডেন্ট পড়ে যান, সঙ্গে সঙ্গে কর্মকর্তারা তাকে দ্রুত তার পায়ে ফিরে আসতে সাহায্য করেন। ৮০ বছর বয়সী বাইডেন মঞ্চে রাখা একটি কালো বালির ব্যাগের দিকে ইঙ্গিত করে বলেন, হোঁচট খাওয়ার কারন সেটি। হোয়াইট হাউসের পুলের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট পড়ে গিয়ে চোট পাননি এবং তারপর অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত তিনি মঞ্চে দাঁড়িয়ে ছিলেন। হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর বেন লাবোল্ট টুইটারে লিখেছেন, 'মিস্টার বাইডেন ঠিক আছেন।
দেখুন ভিডিও
BREAKING: Biden takes a big fall on stage just now at the U.S. Air Force Academy graduation pic.twitter.com/GxkMbpyoNo
— Jake Schneider (@jacobkschneider) June 1, 2023
সাম্প্রতিক সময়ে রিপাবলিকানরা প্রেসিডেন্ট বাইডেনের বয়স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ তিনি আগামী বছর পুনর্নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে তিনি ৮৬ বছর বয়সে পৌঁছাবেন। প্রেসিডেন্ট বাইডেন এর আগেও নানা দুর্ঘটনার শিকার হয়েছেন। গত বছর ডেলাওয়্যারে বাইক চালানোর সময় একটি প্যাডেলে পা আটকে যাওয়ায় বাইক থেকে পড়ে যান তিনি। এপ্রিলের প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউস সক্রিয়ভাবে উপ-রাষ্ট্রপতি কমলা হ্যারিসের প্রতি ক্রমবর্ধমান সমালোচনা মোকাবেলার লক্ষ্যে সমর্থন বাড়ানোর কৌশল তৈরি করছে। ২০২০ সালে তার অভিষেকের আগে, প্রেসিডেন্ট বাইডেন পায়ে ফ্র্যাকচারের শিকার হন, নিজের এক কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পা পিছলে গোড়ালি বেঁকে যায় তাঁর।