নিউইয়র্ক, ২৮ অক্টোবর: অফ ডিউটিতে থেকেই এক বন্দুকধারী অপরাধীকে সুকৌশলে নিষ্ক্রিয় করলেন ভারতীয় বংশোদ্ভূত পুলিশকর্মী। ঘটনাটি নিউইয়র্কের। একটি দোকানে ঢুকে সেখানকার একজনকে গুলিও করে সে, সশস্ত্র অপরাধীকে শুধুমাত্র কথার জালে বন্দি করে প্রথমে নিরস্ত্র করেন। তারপর তাকে বমাল গ্রেপ্তারও করা হয়। এই ঘটনার পর ওই পুলিশকর্মী প্রায় হিরোর মর্যাদা পাচ্ছেন সমগ্র নিউইয়র্কজুড়ে। ওই পুলিশকর্মীর নাম জেসন মহারাজ (Jason Maharaj)। সোমবার বিকেলে ঘটনার দিন তিনি সাপ্তাহিক ছুটিতে ছিলেন। যতক্ষণ উর্দিধারী পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়নি ততক্ষণ অপরাধীকে জাপটে ধরেছিলেন জেসন মহারাজ। সিবিএস নিউইয়র্কের তরফে কমিশনার ডেরমট সিয়া বলেছেন, “এমন নায়োকোচিত পদক্ষেপ, ওই পুলিশ অফিসারের জন্য গর্ব হচ্ছে।” আরও পড়ুন-Coronavirus Cases In India: দ্বাদশীতে দৈনিক সংক্রমণ ছাড়ালো ৪৩ হাজার, ভারতে মোট করোনা আক্রান্ত ৮০ লাখ ছুঁই ছুঁই
Officer Maharaj is the definition of courage & dedication. Off-duty last night, he was in a Queens store where a man shot the clerk, tragically taking his life. Without a second thought — Jason tackled the man, disarmed him, and took him into custody. pic.twitter.com/Cu1grAXYxo
— Chief Terence Monahan (@NYPDChiefofDept) October 27, 2020
এনবিসি নিউইয়র্ক টিভি জানিয়েছে, গুলিবিদ্ধ যুবক মহমেডিয়ান তারওয়ালাকে(২৬)তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল একটি ডিপার্টমেন্টাল স্টোর্স। কর্তৃপক্ষের তরফে তারওয়ালা সেখানকার ম্যানেজার। ধৃত যুবক স্টিভেন কোহেন সেখানে ঢুকেই ম্যানেজারের সঙ্গে তর্ক শুরু করে। স্টোরের দুই কর্মী তৎক্ষণাৎ বন্দুকধারীকে প্রায় ঘাড় ধাক্কা দিয়েই বের করে দেওার চেষ্টা করেন। তবে স্টোর থেকে বেরোনোর আগে তারাওয়ালর পেট লক্ষ্য করে গুলি চালায় স্টিবেন। এবং এক কর্মীকে লক্ষ্য করে দ্বিতীয় গুলিটা চালায়। তবে তিনি আঘাত পাননি। ততক্ষণে কোহেনকে নিরস্ত্র করার কাজ শুরু করেছেন জেসম মহারাজ। তাঁর এই কাজে দারুণ খুশি ও গর্বিত কম্যান্ডিং অফিসার জন বাটক্যাভওয়েল। তিনি টুইট করেও সেকতা জানিয়েছেন।