Coronavirus Cases In India: দ্বাদশীতে দৈনিক সংক্রমণ ছাড়ালো ৪৩ হাজার, ভারতে মোট করোনা আক্রান্ত ৮০ লাখ ছুঁই ছুঁই
ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৮ অক্টোবর:মঙ্গলবার যেখানে প্রায় ৩৬ হাজারে নেমেছিল দৈনিক সংক্রমণ (Coronavirus Cases In India) বুধবার সেখানে ৪৩ হাজার টপকে গেল নতুন করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৯ লাখ ৯০ হাজার ৩২৩। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৮৯৩ জন। মঙ্গলবার সারাদিনে ভারতে ৫০৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ২০ হাজার ১০ জন। এই মুহূর্তে ৬ লাখ ১০ হাজার ৮০৩টি অ্যাকটিভ কেস। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৮ হাজার ৪৩৯ জন। আরও পড়ুন-Salt Lake Pujo Pandal: ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রতিমা-সহ ভষ্মীভূত সল্টলেক এফডি ব্লকের পুজো মণ্ডপ, উঠছে অন্তর্ঘাতের প্রশ্ন

ইতিমধ্যেই দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭২ লাখ ৫৯ হাজার ৫০৯ জন। ১৬ লাখ ৫৪ হাজার ২৮ জন করোনা আক্রান্তকে নিয়ে সবথেকে খারাপ অবস্থায় মহারাষ্ট্র। সেখানে মৃত্যু মিছিলে শামিল ৪৩ হাজার ৪৬৩ জন। এরপরেই দেশের করোনা বিধ্বস্ত রাজ্যের তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও দিল্লি। আইসিএমআর-এর তথ্য অনুযায়ী গতকাল মঙ্গলবার দেশে মোট ১০ লাখ ৬৬ হাজার ৭৮৬টি নমুনার করোনা টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত দেশে মোট ১০ কোটি ৫৪ লক্ষ ৮৭ হাজার ৬৮০টি নমুনার করোনা টেস্ট সম্পন্ন হয়েছে।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৯ লাখ ৬ হাজার ৬৩২। মৃত্যু মিছিলে শামিল ১১ লাখ ৬৬ হাজার ১৯৩ জন।