Salt Lake Pujo Pandal: ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রতিমা-সহ ভষ্মীভূত সল্টলেক এফডি ব্লকের পুজো মণ্ডপ, উঠছে অন্তর্ঘাতের প্রশ্ন
আগুনে ছাই দুর্গাপুজোর মণ্ডপ(Photo Credits: Social Media)

কলকাতা, ২৮ অক্টোবর: করোনা আবহে এমনিতেই সবার মন খারাপ। তায় বিজয়া হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ফের অশনি সংকেত, সল্টলেক এফডি ব্লকে (Salt Lake Pujo Pandal) ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্রতিমা-সহ মণ্ডপ। বুধবার সকাল ৬টা ২০ মিনিট নাগাদ আগুন লাগে মণ্ডপে। মুহূর্তেই তা সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়। মনে করা হচ্ছে শট সার্কিট থেকেই মণ্ডপে আগুন লেগেছে। তবে যতক্ষণ না তদন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে না। আজই ছিল এফডি ব্লকের প্রতিমার বিসর্জন, ঠিক সেদিনেই আগুন লেগে এমন ভয়াবহ ক্ষতির খবরে মুষড়ে পড়ছেন ব্লকের বাসিন্দারা। আগুন লাগার খবরে পুজো উদ্যোক্তাদের মধ্যেই শুরু হয়েছে দ্বন্দ্ব। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। আরও পড়ুন-West Bengal Weather Update: হেমন্তের সকালে শীতের পরশ, বুধবার দেশ থেকে বিদায় নিচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু

দমকলের চারটি ইঞ্জিনও মণ্ডপকে রক্ষা করতে পারেনি। ঘটনাস্থলে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। পুলিশ জানিয়েছে, মণ্ডপে লাগানো সিসিটিভির ফুটেজ দেখেই আগুন লাগার প্রকৃত কারণ জানার চেষ্টা হচ্ছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে। সেই নমুনা পরীক্ষার পরেই আগুন কীভাবে লাগল তা জানা যাবে। এই ঘটনায় অন্তর্ঘাতের বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুলিশ ইতিমধ্যেই প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করে আগুন লাগার প্রাথমিক কারণ জানার চেষ্টা করেছে। গোটা ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।