টোকিও: ১০ যাত্রীকে নিয়ে রাডার (Radar) থেকে নিখোঁজ হয়ে জাপানের প্রতিরক্ষা বাহিনীর একটি ইউএইচ-৬০ মাল্টিপারপাস হেলিকপ্টার (UH-60 multipurpose Japanese Self-Defense Force's helicopter)। জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪.৪০ মিনিটে হেলিকপ্টারটির সঙ্গে রাডারের সংযোগ বিচ্ছিন্ন (disappeared) হয়ে যায় বলে জানিয়েছেন সেদেশে প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র (army spokesperson)।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, হেলিকপ্টারটি জাপানের দক্ষিণ প্রান্তে অবস্থিত ওকিনায়ার (Okinawa) কাছে অবস্থিত একটি দ্বীপের কাছ দিয়ে যাওয়ার সময় আচমকা রাডারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ওই সেনা হেলিকপ্টারটি জাপানের সেনাবাহিনীর দক্ষিণ কুমামোটো এলাকার (Kumamoto region) সেনা ক্যাম্পের অধীনস্ত ছিল। বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ সেটি ওকিনায়ার মিয়াকো দ্বীপ (Miyako island) থেকে ছেড়েছিল। ঘণ্টাখানেক বাদে ওই হেলিকপ্টারটির আবার সেখানেই ফিরে আসার কথা ছিল। কিন্তু, ৪ টে ৪০ মিনিট নাগাদ সেটির সঙ্গে রাডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার কিছুক্ষণ পরেই জাপানের গ্রাউন্ড সেল্ফ ডিফেন্স ফোর্সের (Ground Self-Defense Forces) সদস্যরা ওই নিখোঁজ হেলিকপ্টার ও তাতে থাকা যাত্রীদের খোঁজে তল্লাশি শুরু করেছেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (Prime Minister Fumio Kishida) বলেন, "নিখোঁজ যাত্রীদের জীবন বাঁচানোর বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।"
A helicopter of #Japan's Self-Defense Force (#SDF) with 10 people on board disappeared on Thursday off the southwestern prefecture of #Okinawa.
The UH-60 multipurpose chopper flying around Okinawa's Miyakojima Island disappeared from the radar at around 4.40 p.m. (local time). pic.twitter.com/VyFiQU0BUs
— IANS (@ians_india) April 6, 2023