Sanae Takaichi. (Photo Credits:X)

নয়াদিল্লিঃ গত মাসেই জাপানের (Japan) প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শিগেরু ইশিবা(Shigeru Ishiba)। এরপর মসনদে কে বসবেন তা নিয়ে বেশ জল্পনার সূত্রপাত হয় অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন প্রধানমন্ত্রী পেল জাপান ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি, জাপান ইনোভেশন পার্টির সাথে জোটবদ্ধ হয়ে জয় ছিনিয়ে নিল সানায়ে তাকাইচিকে (Sanae Takaichi)প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করল শাসক দল লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি জাপানের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন

কে এই সানায়ে তাকাইচি?

শাসকদলের অন্যতম কট্টরপন্থী সদস্য বলেই পরিচিত সানায়ে তাকাইচি বছর ৬৪-এর এই বৃদ্ধাকে 'আয়রন লেডি' বলা হয় অতীতে মহিলাদের হিতার্থে সংস্কারমূলক বিভিন্ন পদক্ষেপ করে পরিচিতি পান তিনি কট্টরপন্থী হওয়ার পাশাপাশি সানায়ে ‘পুরুষতান্ত্রিক’ বলেও পরিচিত তিনি অতীতে মেটাল ড্রামার ছিলেন সানায়ে পরে রাজনীতিতে আসেন বাইকে চেপে দেশবিদেশ ঘুরে বেড়াতে ভালবাসেন সানায়ে। এদিন জাপানের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে তিনি বলেন, " জাপানে এই মুহূর্তে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত প্রয়োজনীয় স্থিতিশীলতা ছাড়া, আমরা কোনও শক্তিশালী অর্থনীতি বা কূটনীতির জন্য পদক্ষেপ করতে পারি না।"

প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেল জাপান, কে এই 'আয়রন লেডি'?