PM Narendra Modi, Giorgia Meloni (Photo Credit: X)

দিল্লি, ১৮ জুন: কানাডায় (Canada) জি৭ (G7 Summit) সম্মেলনে হাজির হন বিশ্বনেতারা। জি৭ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Italy PM Giorgia Meloni)। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের পর মেলোনি লেখেন, ইতালি এবং ভারত (India)  সুন্দর বন্ধুত্বের মাধ্যমে একে অপরের সঙ্গে বেঁধে রয়েছে। মেলোনির ওই ট্যুইট পালটা শেয়ার করা হয় প্রধানমন্ত্রী মোদীর এক্স হ্যান্ডেলের তরফে। যেখানে তিনি লেখেন, মেলোনি একদম সঠিক কথা বলেছেন। ভারত এবং ইতালির বন্ধুত্ব আরও শক্তিশালী হচ্ছে। যা দুই দেশের মানুষের জন্য উপকারী বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী।

আরও পড়ুন: Israel-Iran War: 'জিওনিস্টদের ক্ষমা নেই', ইজরায়েলের হুমকির পর কড়া কথা ইরানের ধর্মীয় নেতা খামেইনির

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সাক্ষাৎ...

 

জি৭ সম্মেলনে হাজির হয়ে বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতালির প্রধানমন্ত্রী মেলোনি থেকে শুরু করে ফ্রান্সের এমানুয়েল মারকন, প্রত্যেকের  সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। কথা হয় এবং ছবি ওঠে।

প্রসঙ্গত জি৭ সম্মেলনের পর কানাডা থেকে সাইপ্রাসে যাবেন প্রধানমন্ত্রী মোদী। সাইপ্রাসে গিয়েই মোদী এই সফরে ইতি টানবেন বলে জানা যাচ্ছে।