
শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানের উত্তর-পূর্ব দিকে বিমান হামলা চালিয়েছে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী (Israel Defence Force) । সেখানে বিশাল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের জাতীয় সংবাদ সংস্থা নূর নিউজের সূত্র মারফত এ তথ্য নিশ্চিত করেছে আলজাজিরা (Al Zazira)। এছাড়া দুটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এক্সিয়স জানিয়েছে, ইরানে ইজরায়েলি বিমান বাহিনী (Israel Air Forces) হামলা চালিয়েছে। এ কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের একাধিক সামরিক স্থাপনায় এই হামলা করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, ইসরাইল ইরানে একটি হামলা চালিয়েছে। তবে ওয়াশিংটন এই হামলায় সহায়তা করেনি এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতেও অস্বীকার করেন তারা। তবে ইরানের পারমাণবিক লক্ষ্যবস্তুতে ইজরায়েলি হামলার বিষয়ে ইজরায়েলি সামরিক বাহিনীর তরফে একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে।
আইডিএফ মুখপাত্র বিজি এফি ডিফ্রিনের একটি বিবৃতি
A statement from IDF Spokesperson BG Effie Defrin on the preemptive Israeli strike on Iranian nuclear targets pic.twitter.com/IJNT5LXz6o
— Israel Defense Forces (@IDF) June 13, 2025
টাইমস অব ইসরাইলের বরাত দিয়ে দেশের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজের জানিয়েছে, ইরানে বিমান হামলা চালানো হয়েছে। এ ঘটনায় কার্টজ পুরো ইজরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করেছে। এর আগে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছিলেন, ইজরায়েল ইরানের ওপর হামলা চালানোর জন্য প্রস্তুত বলে ধারণা করা হচ্ছে। এর ফলে কূটনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সংবাদ সংস্থার সূত্র সতর্ক করে জানিয়েছে এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা তীব্রতর করতে পারে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনাকে বিপন্ন করতে পারে।