Palestinian Freed From Israeli Jail (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৭ ফেব্রুয়ারি: ইজরায়েলের (Israel) জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে প্যালেস্তিনীয় (Palestine) বন্দিদের। প্রথম পর্যায়ে ২০০ জনকে মুক্ত করা হয়েছে বলে খবর। পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী হামাস (Hamas) ইজরায়েলি পণবন্দিদের মুক্ত করার পরপরই প্যালেস্তিনীয় বন্দিদের জেল থেকে ছাড়ছে নেতানিয়াহু সরকার। ইজরায়েলের ৪ পণবন্দির দেহ রেড ক্রসের হাতে তুলে দিতেই, পালটা কথা রাখছেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলের জেল থেকে ২০০ জনকে মুক্ত করা হয়েছে যুদ্ধ বিরতি চুক্তির প্রথম পর্যায়ে। অন্যদিকে আরও ৬৪২ জন প্যালেস্তিনীয় বন্দিকে ইজরায়েল মুক্ত করবে বলে খবর। ইজরায়েলের তরফে পণবন্দিদের মুক্ত করে, ওই প্যালেস্তিনীয়দের ওয়েস্ট ব্যাঙ্কে নিয়ে যাওয়া হচ্ছে। ওয়েস্ট ব্যাঙ্কেই এরপর মুক্ত প্যালেস্তিনীয় বন্দিরা জুবিলান্ট ক্রাউডের সঙ্গে দেখা করছেন। সেখান থেকে তাঁদের নিজের নিজের জায়গায় নিয়ে যাওয়া হবে বলে খবর।

প্যালেস্তিনীয় বন্দিদের মুক্ত করছে ইজরায়েল...

 

এদিকে যে ইজরায়েলি পণবন্দিদের দেহ হামাস আইডিএফের হাতে হস্তান্তর করা হয়েছে, তাঁদের ডিএনএ পরীক্ষা করা হবে। ডিএনএ পরীক্ষার পরই জানানো হবে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যাঁদের অপহরণ করে গাজায় নিয়ে যায়, তাঁদের দেহ আদতে ফেরানো হয়েছে কি না।

প্রসঙ্গত এর আগে যে বিবাস শিশুদের সঙ্গে তাঁদের মায়ের মৃতদেহ ফেরানো হয়, তা নিয়ে ধোঁয়াশা ছড়ায়। ইজরায়েলের তরফে জানানো হয়, যে মহিলার মৃতদেহ ফেরানো হয়েছে, তিনি বিবাস শিশুদের মা নন। এমনকী তিনি ইজরায়েলি নন বলেও বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের তরফে দাবি করা হয়।