Iran launches 100 drone strikes on Israel (Photo Credit: X)

Israel-Iran War: ইরানের (Iran) সেনাঘাঁটি ও সেনার সদর দফতরে হামলা চালিয়ে বড় ক্ষতি করে দেয় ইজরায়েল (Israel)। ইজরায়েলের হামলায় প্রাণ হারান ইরান সেনাপ্রধান, ৬টি পরমাণু ঘাঁটিতে ক্ষতি হয়, মারা যান বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীও। প্রতিশোধ নিতে গতকাল রাতে ইজরায়েলের ওপর সাম্প্রতিক কালের সবচেয়ে বড় হামলা চালায় ইরান। ইরান থেকে একের পর এক ব্যালিস্টিক মিসাইল, মিসাইল হামলা চলতে থাকে ইজরায়েলের রাজধানী তেল আভিভে। গোটা ইজরায়েলবাসী ইরানের মিসাইল হামলার ভয়ে বাঙ্কারে চলে যায়।

ইজরায়েলের সরকারী হিসেবে অনুযায়ী গতকাল রাতে ইরানের হামলায় তিনজনের মৃত্যু হয়েছে, জখম ১২ জন। ইজরায়েলের আয়রন ডোম ইরানের বহু মিসাইল (ব্যালেস্টিক মিসাইল সহ) হামলা রুখে দিলেও কিছু মিসাইল তেল আভিভের বুকে আছড়ে পড়ে বেশ কয়েকটি বাড়ির ক্ষতি করে। ১৯৮০ সালের পর ইজরায়েলের ওপর এত বড় হামলা দেখা যায়নি। আরও পড়ুন-আয়াতুল্লাহর মতো উগ্রবাদী নেতারা হুমকি দিলে এরকমই জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি ইজরায়েলের

দেখুন ইজরায়েলের ওপর ইরানের হামলা

এবার ইরানকে জবাব দিয়ে একেবারে কোমর বেঁধে তৈরি ইজরায়েলের বায়ুসেনা। আইডিএফ (Israel Defence Force)- প্রধান জানিয়ে দিলেন, যেভাবে তাদের ওপর খামেনাই মিসাইল হামলা চালাচ্ছে সেটা চলতে থাকলে, তেহরানকে গুঁড়িয়ে ও জ্বালিয়ে দেওয়া হবে। খুব সম্ভবত আজ, শনিবার রাতেই তেহরানের ওপর ব্যালিস্টিক হামলা, মিসাইল হামলা করতে চলেছে ইজরায়েল।