
দিল্লি, ২২ মে: মার্কিন মুুলুকে (US) ইজরায়েল (Israel) হাই কমিশনের পাশে হামলার পর কড়া পদক্ষেপ বেঞ্জামিন নেতানিয়হুর (Benjamin Netanyahu)। ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্ব জুড়ে যেখানে যেখানে ইজরায়েলের দূতাবাস রয়েছে, সবকটির নিরাপত্তা বাড়ানো হবে। বিভিন্ন দেশে যে ইজরায়েলি দূতাবাসগুলি রয়েছে, সেখানকার কর্মীদের সঙ্গে যাতে কোনও ধরনের অবাঞ্ছিত ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রাখবে ইজরায়েল। মার্কিন মুলুকে (US Shooting) ইজরায়েলের দূতাবাসের পাশের মিউজ়িয়ামে হামলার জেরে সেখানকার ২ কর্মীর মৃত্যু হয়েছে। যা নিয়ে গোটা বিশ্ব জুড়ে ছড়িয়েছে। চাঞ্চল্য। এরপরই বেঞ্জামিন নেতানিয়াহুর ঘোষণা, বিশ্বের যে প্রান্তগুলিতে ইজরায়েলের দূতাবাস রয়েছে, সবগুলির নিরাপত্তা আরও জোরদার করা হবে।
প্রসঙ্গত ওয়াশিংটন ডিসিতে যে ইহুদি মিউজ়িয়াম রয়েছে, সেখানে গুলি চলে। ওই মিউজ়িয়ামের অনুষ্ঠানেই ছিলেন ইজরায়েলি দূতাবাসের দুই কর্মী। প্রকাশ্যে গুলি চলায় ইজরায়েলি দূতাবাসের দুই কর্মীর মৃত্যু হয়। তবে ইজরায়েলের রাষ্ট্রদূত ওই সময় মিউজ়িয়ামের অনুষ্ঠানে ছিলেন না বলে তিনি প্রাণে রক্ষা পান।
আরও পড়ুন: 2 Israeli Embassy Staff Killed: মার্কিন যুক্তরাষ্ট্রে ইজরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা
এরপরই বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দেন, যেখানে ইজরায়েলি দূতাবাস রয়েছে, সেখানকার নিরাপত্তা আরও কড়া করা হবে।
সম্প্রতি বেঞ্জামিন নেতানিয়হু ঘোষণা করেন, ইজরায়েল এবার গাজ়া দখল করবে। গাজ়া জুড়ে যে দুর্ভিক্ষ চলছে, তা রোধ করতেই আইডিএফের এবার গাজা দখল অভিযান চলবে বলে জানান নেতানিয়াহু। ইজরায়েলি প্রধানমন্ত্রীর ওই ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়া জানানো হয় ফ্রান্স, ব্রিটেন এবং কানাডার তরফে।
ইউরোপের এই ৩টি দেশের তরফে স্পষ্ট জানানো হয়, নেতানিয়াহু যদি গাজ়া দখলের জন্য অগ্রসর হন, তাহলে তারা তাঁর সঙ্গে থাকবে না। সেই সঙ্গে নেতানিয়াহুকে গাজ়া দখলের পালটা প্রতিরোধ হিসেবে তাদের মুখোমুখি হতে হবে বেলও স্পষ্ট জানানো হয় ব্রিটেন, ফ্রান্স এবং কানাডার তরফে।