গাজায় বিমান হামলা চালালো ইজরায়েল। বৃহস্পতিবার রাতে ইজরাইলের তরফে গাজার বেশ কিছু এলাকায় হামলা চালানো হয়। গাজায় হামাসের পক্ষ থেকে বেশ কিছু রকেট ছোড়া হয় ইজরাইলের তরফে। ইজরাইলের আয়রন ডোম সেই রকেটের অধিকাংশই প্রতিহত করে।
ঘটনার সূত্রপাত আল আকসা মসজিদে প্যালেস্তেনীয়দের ওপর ইজরায়েলি সেনার হামলাকে কেন্দ্র করে। যা ইসলামের তৃতীয় পবিত্র স্থান।
বৃহস্পতিবার ইজরায়েলি সেনার পক্ষ থেকে জানা গেছে, যে ৩৪ টি রকেট লেবাননের সীমান্ত থেকে ছোড়া হয় ইজরাইলের দিকে। দুটি টানেল এবং একটি অস্ত্র তৈরির কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে বিমান হামলায়।
অপরদিকে হামাসের পক্ষে থেকে এই ঘটনার জন্য ইজরাইলের আগ্রাসী মনোভাবকে দায়ী করে হয়েছে। এবং জবরদখলের বিরুদ্ধে সমস্ত প্যালেস্তানীয়দের একত্রিত হওয়ার আহব্বান জানিয়েছে।
ইজরাইল সেনা জানিয়েছে হামাসের ছোড়া রকেটগুলির ২৫ টি প্রতিহত করতে সক্ষম হয়েছে আয়রন ডোম। বাকি বেশ কিছু রকেট আছড়ে পড়ে ইজরাইলের মাটিতে।ঘটনায় বেশ কিছু জনের আহত হওয়ার খবর মিলেছে।
Israel hits two tunnels, weapons factories in response to Hamas' security violations
Read @ANI Story | https://t.co/RJB0deODMs#Israel #Gazastrip #Lebanon pic.twitter.com/QzqM2NEdyW
— ANI Digital (@ani_digital) April 7, 2023