দিল্লি, ১৭ জুন: ইজরায়েল এবং ইরানের (Israel-Iran) যুদ্ধে যখন সরগরম পশ্চিম এশিয়া (West Asia), সেই সময় আরও বড় কিছু ঘটতে চলেছে। এমনই ইঙ্গিত দিলেন ডোলান্ড ট্রাম্প (Donald Trump)। ইজরায়েল এবং ইরানের (Iran) যুদ্ধ যখন পঞ্চম দিনে পড়েছে, সেই সময় এমন কিছু ঘটতে চলেছে, যা গোটা বিশ্বকে নাড়িয়ে দেবে। মার্কিন প্রেসিডেন্টের গলায় এমন সুর শোনা যেতেই তা নিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে জোর চর্চা। ইজরায়েল এবং ইরানের যুদ্ধ নিয়ে তখনই জোর চর্চা শুরু হয় যখন মার্কিন প্রেসিডেন্টের ট্যুইট সামনে আসে।
ট্রাম্প লেখেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মারকন সব সময় পাবলিসিটি অর্থাৎ জনপ্রিয়তা চান। আর সেই কারণেই তিনি কানাডায় চলা জি৭ সম্মেলনে আলটপকা মন্তব্য করেন। মারকন যে দাবি করেন, 'আমি জি৭ (G7 Summit) ছেড়ে ওয়াশিংটন (Washington) ডিসিতে তড়িঘড়ি চলে এসেছি, তা ঠিক নয়। এমনকী ইজরায়েল এবং ইরানের মাঝে যে যুদ্ধ বিরতি থামাতে আগ্রহের কথা প্রকাশ করা হয়েছে, তাও সঠিক নয়' বলে দাবি করেন ট্রাম্প। বড় কিছু হতে চলেছে বলে ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি 'মারকন সব সময় ভুলভাল তথ্য দেন' বলেও দাবি করেন তিনি। এসবের পাশাপাশি কী ধরনের বড় কিছু ঘটতে চলেছে, তা জানতে তাঁর ট্যুইটের দিকে নজর রাখা হোক বলেও ট্রাম্প মন্তব্য করেন।