Israel Attacks Iran (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২০ জুন: ইরানে (Israel-Iran War) একের পর এক হামলা শুরু করল ইজরায়েল। বৃহস্পতিবার রাতভর ইরানে হামলা শুরু করে ইজরায়েলের যুদ্ধ বিমান। বৃহস্পতিবার রাতে পরপর ৬০টি যুদ্ধ বিমান (Israeli Fighter Jet) হামলা শুরু করে। ইরানের সেনা গপোণ সেনা ঘাঁটি রয়েছে, সেখানেই আইডিএফের বিমানগুলি হামলা শুরু করে। রাতভর চলে হামলা। ইরানের একের পর এক সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে ইজরায়েলের যুদ্ধ বিমান। ফলে ইরানের বহু গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি গুঁড়িয়ে যেতে শুরু করে। ইরানের সেনা ঘাঁটিগুলিতে হামলার জেরে সে দেশে ফের আগুন জ্বলতে শুরু করে। ইজরায়েল যে কোনওভাবে ইরানকে ছাড়বে না, তা কার্যত স্পষ্ট করে দেন বেঞ্জামিন নেতানিয়াহু।

শুধু তাই নয়, ইজরায়েলের সোরোকা হাসপাতালে যেভাবে ইরানের মিসাইল (Missile) আছড়ে পড়েছে, তার জেরে যে ক্ষতি হয়েছে, তা তাঁর ব্যক্তিগত ক্ষয়ক্ষতি বলে মন্তব্য করেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলের প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের জেরে ইতিমধ্যেই ফের জোর চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।

দেখুন আইডিএফ হামলার কোন ভিডিয়ো প্রকাশ করল...

 

আরও পড়ুন: Israel-Iran War: দক্ষিণ ইজরায়েলে গেঁথে যাচ্ছে ইরানের মিসাইল, ভেঙে পড়ছে বহু ইমারত, গাড়ি পুড়ে ছাই হচ্ছে দেখুন

দক্ষিণ ইজরায়েলের সোরোকা হাসপাতালে যে হামলা চলে, তার জেরে ইরান যে ছাড় পাবে না, তা স্পষ্ট করে দেয় আইডিএফ (IDF)। ইজরায়েলের ওই হুমকির পর থেকেই একের পর এক মিসাইল হামলা শুরু হয়। মিসাইলের ভিতরে ক্লাস্টার বোমা ভরে ইজরায়েল শুরু করেছে ওই হামলা।