Iranian Missile Hits Israel (Photo Credit: X)

দিল্লি, ২০ জুন: দক্ষিণ ইজরায়েলে (South Israel) ক্রমাগত আঘাত করছে ইরানের (Iran) মিসাইল। একের পর এক ইরানের মিসাইল আঘাত শুরু করে ইজরায়েলের দক্ষিণ অংশে। দক্ষিণ ইজরায়েলের বীরসীবা এলাকায় হু হু করে পড়তে শুরু করে ইরানের একের পর এক মিসাইল। যা নিয়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। যার দেরে দক্ষিণ ইজরায়েলের একাধিক বাড়িঘর ভেঙে পড়তে শুরু করে। ইরানের মিসাইলের আঘাতে দক্ষিণ ইজরায়েলে যেমন বাড়িঘর ভেঙে পড়তে শুরু করে, তেমনি একাধিক গাড়িঘোড়াও গুঁড়িয়ে যেতে শুরু করে। ফলে ইরানের মিসাইলের হামলার জেরে দক্ষিণ ইজরায়েলের বাড়িঘর সব ভেঙে চুরমার হয়ে যেতে শুরু করে। তবে ইরানের বেশ কিছু মিসাইল আকাশেই ধ্বংস করে দেয় ইজরায়েল। ইরানের মিসাইল আকাশে উড়তেই তা একের পর এক করে আটকে দেওয়া শুরু করে আইডিএফ (IDF)।

দেখুন একের পর এক ধ্বংসলীলা চলতে শুরু করে ইরানের মিসাইলের আঘাতে...

 

আরও পড়ুন: Israel-Iran War: ক্লাস্টার বোমা ভরে মিসাইল ছুঁড়ছে ইজরায়েল, ভয়ঙ্কর হামলার মুখে পড়ে বলছে ইরান

এদিকে বৃহস্পতিবার ইরান সেজিল মিসাইল ছুঁড়তে শুরু করে ইজরায়েলের দিকে। সেজিল মিসাইল ইরান যখন ছুঁড়তে শুরু করে, তা থেকে গনগনে আগুন জ্বলতে শুরু করে। আকাশে উড়ে সেজিল মিসাইল কার্যক ভয়াবহ রূপ নিতে শুরু করে। সেজিল মিসাইল আঘাতে ইজরায়েলের বিভিন্ন অংশে একাধিক বাড়িঘর ভেঙে পড়তে শুরু করে। যা নিয়ে ইজরায়েল ফের সুর চড়ায়। ইরান যা করেছে, তার ফল ভুগতে হবে বলে তেল আভিভের তরফে সুর চড়ানো হয়।

সেই সঙ্গে ইরানের প্রধান ধর্মগুরু আয়াতোল্লা আলি খোমেইনিকে ছাড়া হবে না। খোমনেইনি যা করেছেন, তার ফল তাঁকে ভুগতে হবে বলেও সুর চড়ান ইজরায়েলের বিদেশমন্ত্রী ইজরায়েল কাটস। ফলে ইরান এবং ইজরায়েলের উত্তেজনা যে এই মুহূর্তে কমার নয়, তা কার্যত স্পষ্ট হয়ে যায়।