Israel Attacks Iran (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২০ জুন: ইজরায়েলের (Israel) সঙ্গে ইরানের (Iran) যুদ্ধ ৮ দিনে পড়ল। ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ যখন ৮ দিনে পড়েছে, সেই সময় দুই দেশের তরফেই মিসাইল ছোঁড়া হচ্ছে। ইজরায়েল যেমন ইরানের বেশ কয়েকটি পরমাণু শক্তিকেন্দ্রে আঘাত করছে, তেহরানের তরফেও করা হচ্ছে পালটা হামলা। গোটা ইরান জুড়ে ইজরায়েল যে হামলা শুরু করেছে, তার জেরে সেনা বাহিনীর একাধিক ঘাঁটি ক্ষয়ক্ষতির মুখে পড়তে শুরু করেছে। সেই সঙ্গে ইজরায়েলের সোরোকা হাসপাতালে হামলা শুরু করে ইরান। যা নিয়ে গোটা দেশ জুড়ে ছড়ায় চাঞ্চল্য। ফলে সোরোকা হাসপাতালে যে হামলা চালানো হয়েছে, তার ফল ইরানকে ভুগতে হবে বলে স্পষ্ট জানানো হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর তরফে।

ইজরায়েলের বিদেশমন্ত্রী ইজরায়েল কাটস বলেন, আয়াতোল্লা আলি খোমেইনিকে ছাড়া হবে না। খোমেইনি ইরান ছেড়ে পালানোর কোনও সুযোগ পাবেন না বলে ইজরায়েলের বিদেশমন্ত্রী জানান। শুধু তাই নয়, ইরানের আরক পরমাণু শক্তিকেন্দ্রেও ইজরায়েল হামলা চালিয়েছে। ফলে তেজষ্ক্রিয় বিকিরণের ভয়ে সেখানকার কর্মীদের সরানোর কাজ শুরু হয়েছে জোর কদমে।

আরও পড়ুন: Russia Warns US: ইরানের দিকে চোখ তুলে তাকালে ফল হবে মারাত্মক, ট্রাম্পকে হুমকি পুতিনের

অন্যদিকে ইরানের তরফে পালটা জানানো হয়, ইজরায়েল ক্লাস্টার বোমা পুরে মিসাইল (Missile) ছুঁড়তে শুরু করেছে। যেভাবে ইজরায়েল ক্লাস্টার বোমা পুরে মিসাইল ছুঁড়তে শুরু করেছে, তার জেরেই তোহরানে (Tehran) সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে বলেও সে দেশের তরফে জানানো হয়েছে।

ইজরায়েল এবং ইরানের যুদ্ধের মাঝে পালটা সুর চড়ায় আমেরিকা। ইরান যদি আত্মসমর্পণ না করে, তার ফল ভুগতে হবে বলেও চড়ানো হয় সুর। ডোনাল্ড ট্রাম্পের ওই হুমকির পর রাশিয়া পালটা সুর চড়ায়। পুতিন বলেন, আমেরিকা যদি ইরানে হামলা করে, তাহলে ফল ভাল হবে না। সবকিছু মিলিয়ে ইরান এবং ইজরায়েলের যুদ্ধের জেরে ক্রমাগত উত্তাপ ছড়াতে শুরু করেছে গোটা পশ্চিম এশিয়া জুড়ে।