
দিল্লি, ১৭ জুন: ইরানের সর্বোচ্চ নেতা (Iran Supreme Leader) আয়তোল্লা আলি খামেইনি (Ayatollah Ali Khamenei) এবার হামলার মুখে পড়লেন। ইজরায়েল যেভাবে হামলা শুরু করেছে, তার জেরে এবার আয়তোল্লা খামেইনির ঘনিষ্ঠ বৃত্তের পতন হয়েছে। ফলে যে কোনও সময় আয়তোল্লা আলি খামেইনি হারিয়ে যেতে পারেন। ইজরায়েলের হামলার (Israeli strikes) জেরে খামেইনি এই মুহূর্তে কী করবেন, তা নিয়ে শঙ্কা ছড়াতে শুরু করেছে। এই মুহূর্তে আয়তোল্লা খামেইনি কোথায় রয়েছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে খামেইনির অবস্থা সাদ্দাম হুসেনের মত করে দেওয়া হবে বলে ইতিমধ্যেই সুর চড়িয়েছে ইজরায়েল। বেঞ্জামিন নেতানিয়াহু সুর চড়িয়ে বলেন, খামেইনির পতন যুদ্ধকে বৃদ্ধি করবে এমন নয় বরঞ্চ যুদ্ধকে শেষ করে দেবে।
ইজরায়েলের প্রধানমন্ত্রীর ওই হুমকির পর খামেইনির সঙ্গে একের পর এক বৈঠক করা হচ্ছে বলে খবর। ইজরায়েলের হামলার জেরে ইরানের পরিস্থিতি যাতে আর নতুন করে খারাপ হতে না পারে, তার জন্য চেষ্টা চালানো হচ্ছে বলে রিপোর্টে প্রকাশ।
এদিকে ইজরায়েল এবার ইরানের লুকনো পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে। যার জেরে ইরানের লুকনো সেনা ঘাঁটি এবং পরমাণু শক্তিকেন্দ্র ভেঙে পড়েছে বলে রাষ্ট্রসংঘের নিউক্লিয়ার ওয়াচ ডগের তরফে জানানো হয়।