দিল্লি, ২৭ নভেম্বর: মধ্যপ্রাচ্যের সংঘর্ষ ক্রমশ ভয়ানক রূপ নিচ্ছে। ইজরায়েলের (Israel) সঙ্গে লড়াই করতে ইরান (Iran) এবার নিজেদের রাসায়নিক অস্ত্রে (Chemical Weapon) শান দিচ্ছে। রাসায়নিক অস্ত্র দিয়ে ইজরায়েলের বিরুদ্ধে ইরান লড়াই করতে পারে। এমন আশঙ্কা ছড়াতেই কার্যত প্রমাদ গুনছে আন্তর্জাতিক বিশ্ব। ইরান যদি রাসায়নিক অস্ত্রের প্রতি বিশেষ নজর দেয়, তাহলে ইজরায়েল এবং পশ্চিমী দুনিয়ার সঙ্গে তাদের সংঘাত আরও মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা। ফলে ইরানের বর্তমান কর্মকাণ্ড নিয়ে কর্যত জোর জল্পনা আন্তর্জাতিক বিশ্বে শুরু হয়েছে। রাসায়নিক অস্ত্রের ব্যবহার ইরান করলে তা মধ্যপ্রাচ্যের পাশাপাশি পশ্চিম এশিয়ার সঙ্গে গোটা বিশ্বে প্রভাব ফেলবে। যা বিশ্বের স্থিতাবস্থায় আঘাত করবে এবং শান্তি, সুস্থিতি টলিয়ে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও ইরানে তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
প্রসঙ্গত ইজরায়েল হেজবুল্লা জঙ্গিদের খোঁজে লেবাননে হামলা শুরু করলে, পালটা হানাদারি শুরু করে ইরান। হেজবুল্লা জঙ্গি সংগঠন ইরান সমর্থিত হওয়াতেই ইজরায়েল ইরানকেও হুমকি দিতে শুরু করেছে ক্রমাগত। ইজরায়েলকে শিক্ষা দিতেই ইরানের এই রাসায়নি অস্ত্রে হামলার পরিকল্পনা নিয়ে চলছে জোর চর্চা।