Israel-Hezbollah War (Photo Credit: Twitter)

দিল্লি, ১১ অক্টোবর: লেবাননে (Lebanon) রাষ্ট্রসংঘের যে শান্তিরক্ষা কমিটির অফিস রয়েছে, সেখানে পড়ল ইজরায়েলের (Israel) বোমা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। ইজরায়েলের বোমা যেভাবে লেবাননে রাষ্ট্রসংঘের ঘাঁটিতে আছড়ে পড়ে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারত (India)। রাষ্ট্রসংঘের (UN) চৌহদ্দির মধ্যে যেভাবে বোমা ফেলা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগের বলে মন্তব্য করা হয় ভারতের বিদেশ মন্ত্রকের তরফে।

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, রাষ্ট্রসংঘের এলাকার মধ্যে যেভাবে বোমারু বিমান হামলা চালায়, তা অত্যন্ত উদ্বেগের। ফলে বিদেশ মন্ত্রক গোটা পরিস্থিতির উপর নজরদারি শুরু করেছে বলে খবর। রাষ্ট্রসংঘের তরফে শান্তিরক্ষার জন্য যে কমিটি রয়েছে, সেখানে বোমারু বিমানের হামলা অত্যন্ত অনৈতিক বলেও স্পষ্ট জানানো হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে। সবকিছু মিলিয়ে লেবাননের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে বলে মনে করছে ভারত।