Israeli People (Photo Credit: X/Screengrab)

ইরানের (Iran) সঙ্গে যুদ্ধ চলবে দীর্ঘমেয়াদি রূপে। তাই এই মুহূর্তে ইরানের সঙ্গে যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বেঞ্জামিন নেতানিয়াহু এমনই ঘোষণা করেন। ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রীর ওই ঘোষণার পরপরই গোটা দেশ জুড়ে হুলুস্থূল শুরু হয়। ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী বয়, তাহলে খাবারদাবার, ওষুধপত্রের ঘাটতি  পড়তে পারে। সেই কারণে প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে ইজরায়েলের বাজার, দোকান সব ভরে যায়। পাউরুটি থেকে শুরু করে অন্য খাবারদাবার, ওষুধপত্র, শিশুর খাবার, স্যানিটারি ন্যাপকিন, জলের বোতলের বিক্রি বেড়ে যায় হু হু করে। সুপার মার্কেটগুলি হু হু করে ফাঁকা হয়ে যায়। গাজার মত ইরানের উপর ইজরায়েল যদি দীর্ঘমেয়াদি পরিকল্পনা আঘাত করে কিংবা ইরানের ড্রোন হামলা চালায়, তাহলে কী পরিস্থিতি তৈরি হতে চলেছে, সেই আশঙ্কা থেকেই শুক্রবার সকাল থেকে ইজরায়েলের প্রায় প্রত্যেকটি  বাজার ভরে উঠতে শুরু করে। এবং সেখান থেকে খাবার বিক্রি বেড়ে যায় ৩০০ গুন বেশি হারে।

আরও পড়ুন: Israel-Iran War: ইরানও গুঁড়িয়ে দেবে ইজরায়েল? তেহরানের গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি তবরিজ় বিমানবন্দরে হামলা নেতানিয়াহুর

দেখুন ইরানের উপর আঘাত করতেই নেতানিয়হুর জরুরি ঘোষণা এবং ইজরায়েলে হুসুস্থূল...