Israel hits Iran's Tabriz Military Airport (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৩ জুন: ইরানের (Israel-Iran War) তাবরিজ় বিমানবন্দরে আঘাত করল ইজরায়েল। ইরান যখন পরপর ১০০টি ড্রোন ইজরায়েলের দিকে ছুঁড়ে দিতে শুরু করে, সেই সময় তেল আভিভের তরফে পালটা আঘাত করা হয়। এবার ইরানের অন্যতম বড় সেনা ঘাঁটি তবরিজ় বিমানবন্দরে আঘাত করল আইডিএফ (IDF)। অপারেশন রাইজ়িং লায়ন নাম করে ইজরায়েল  বৃহস্পতিবার রাতভর ইরানের একাধিক জায়গায় হামলা চালায়। আর এবার তবরিজ়  বিমানবন্দরে (Tabriz military airport) অন্যতম বড় হামলা চালাল ইজরায়েল। ইজরায়েলি সেনার একটানা হামলার জেরে ইরান থেকে একের পর এক মৃত্যুর খবর আসতে শুরু করে। ইরানের প্রথম শ্রেণির বেশ কয়েকজন  সেনা কর্তা নিহত বলে খবর। যাঁদের মধ্যে ইরানের সেনা বাহিনীর প্রধান জেনারেল মহম্মদ বাঘেরি অন্যতম। ইজরায়েলের হামলার জেরে জেনারেল মহম্মদ বাঘেরির মৃত্যুর খবর ইরানের টেলিভিশনের তরফে প্রকাশ করা হয়। যারপর থেকেই ছড়ায় চাঞ্চল্য।

আরও পড়ুন: Israel-Iran War: হামাসের পর ইরানের কোমর ভাঙল ইজরায়েল, ইরানিয়ান সেনা বাহিনীর প্রধানকে মেরে দিল আইডিএফ

অপারেশন রাইজ়িং লায়ন শুরুর পর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়হু (Benjamin Netanyahu) বলেন, ইরানের পরমাণু শক্তিকেন্দ্রগুলিতে হামলা হয়েছে। অনেকদিন ধরে পরিকল্পনা করেই ইজরায়েল ওই হামলা চালিয়েছে। পাশাপাশি ইরানের পরমাণু শক্তিকেন্দ্র, ব্যালিস্টিক মিসাইল রাখার জায়গাগুলিতে ইজরায়েল হামলা চালিয়েছে। তাই ইরানের সাধারণ মানুষের প্রাণ কেড়ে নেওয়া ইচ্ছা ইজরায়েলের নেই বলে স্পষ্ট জানানো হয়।

শুধু তাই নয়, ইরানের দিকে থেকে ইজরায়েলকে নিরাপদ না করা পর্যন্ত আইডিএফ এই হামলা চালিয়ে যাবে বলেও স্পষ্ট জানানো হয় বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের তরফে। ইরানের  দিক থেকে আর কোনও বিপদ নেই। এই আঁচ করার পর তবেই ইজরায়েল হামলা বন্ধ করবে বলে স্পষ্ট জানানো হয়েছে।

এদিকে ইজরায়েলের হামলার পর সুর চড়ান আয়তোল্লা খামেইনি। ইজরায়েল যা করেছে,তার ফল তাকে ভুগতে হবে বলে স্পষ্ট জানানো হয়। ইজরায়েল যা করেছে, তার ফল ভোগার জন্য 'জিওনিস্টরা' তৈরি থাকুক বলে সুর চড়ান খামেইনি।