Israel Attack Iran (Photo Credit: X@ANI)

তেহরান, ১৩ জুন: ইরানে (Iran-Israel War) হামলা চালিয়েছে ইজরায়েল। আইডিএফের (IDF) হামলার জেরে ইরানের রাজধানী তেহরানে (Tehran) জারি করা হয়েছে জরুরি সতর্কতা। ইরানের নাতানজ় ঘাটিতে ইজরায়েল হামলা চালায়। যার জেরে পরমাণু বিকিরণ হতে পারে, এই আশঙ্কায় কার্যত কাঁপছে তেহরান। এদিকে ইরানের যে বায়ুসেনা ঘাঁটিগুলিতে ইজরায়েল হামলা চালিয়েছে, তার জেরে সে দেশের ২ সেনা প্রধানের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ইরানের যে ২ সেনা প্রধানের মৃত্যু হয়েছে বলে এবার সরকারিভাবে জানাল ইজরায়েল। ইজরায়েল এবং ইরান যখন যুদ্ধের রূপ নিয়েছে, সেই সময় বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) সরকারকে এর ফল ভুগতে হবে বলে হুমকি দেওয়া হয় তেহরানের তরফে।

ইজরায়েলের পাশাপাশি আমেরিকাকেও এর ফল ভুগতে হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। অন্যদিকে আইডিএফের দাবি, গোটা ইরান জুড়ে তাদের ২০০টি যুদ্ধ বিমান হামলা চালিয়েছে। ফলে ইরানের একের পর এক সেনা ঘাঁটি চুরমার করে দেওয়া হয়েছে বলে দাবি করা হয় আইডিএফের তরফে।

পাশাপাশি যে ২ জনকে খতম করা হয়েছে, তাঁদের হাতে মানুষের রক্ত লেগে রয়েছে। ওই দুজনের হাত রক্তে রাঙানো। তাই ইরানের ওই ২ সেনা প্রধান ছাড়াও গোটা পৃথিবী ভালভাবে চলবে বলেই মন্তব্য করা হয় আইডিএফের তরফে।

দেখুন কী জানানো হল আইডিএফের তরফে...

আরও পড়ুন: Israel-Iran War: ইরানের নাতানজ় পরমাণু কেন্দ্রে হামলা চালাল ইজরায়েল, ধোঁয়ায় ঢাকল তেহরান, দেখুন ভিডিয়ো

এদিকে ইরানের নতুন করে ইজরায়েল হামলা চালাতেই মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা ছড়াতে শুরু করেছে। হামাস নিধনের মাঝে ইজরায়েল যেভাবে নতুন করে ইরানে হামলা চালাতে শুরু করেছে, তার জেরে গোটা বিশ্ব ফের দু ভাগে বিভক্ত হবে বলেই মনে করা হচ্ছে আন্তর্জাতিক মহলের তরফে।