দিল্লি, ১৯ জুন: ইরানের সঙ্গে ইজরায়েলের (Israel-Iran War) যুদ্ধে আমেরিকা (US) অনেক সাহায্য করছে। এবার এমনই মন্তব্য করলেন বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকা সাহায্য করছে অনেক ইজরায়েলকে (Israel)। এমন বিস্ফোরক দাবি করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। ইজরায়েল এবং ইরানের (Iran) যুদ্ধের জেরে উত্তেজনা যখন চরমে, সেই সময় নেতানিয়াহুর এই বিস্ফোরক দাবি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
দেখুন কী দাবি করলেন বেঞ্জামিন নেতানিয়াহু...
JUST IN: Netanyahu says that the United States is 'already helping a lot' in his country’s conflict with Iran.
— The Spectator Index (@spectatorindex) June 19, 2025
গত সপ্তাহ থেকে ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয়। ইজরায়েল প্রথমে আঘাত করে ইরানে। তারপর তেহরান পালটা প্রত্যাঘাত করে তেল আভিভে (Tel Aviv)। যার জেরে ইরান এবং ইজরায়েলের মাঝে উত্তেজনায় পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের দামামা বাজতে শুরু করে। ইরান এবং ইজরায়েলের যুদ্ধে নেতানিয়াহুকে সমর্থন করেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি বলেন, ইরান যদি আত্মসমর্পণ করে, তবেই এই যুদ্ধ বন্ধ হবে। ট্রাম্পের ওই মন্তব্যের পর পালটা সুর চড়ায় রাশিয়া (Russia)।
আরও পড়ুন: Russia Warns US: ইরানের দিকে চোখ তুলে তাকালে ফল হবে মারাত্মক, ট্রাম্পকে হুমকি পুতিনের
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইরানে যদি আঘাত করে আমেরিকা, তাহলে তার ফল ট্রাম্পকে ভুগতে হবে।