
দিল্লি, ২৩ জুন: যুদ্ধ (Israel-Iran War) বন্ধ করুন। যুদ্ধ বন্ধের দাবিতে (Anti-war protests) রবিবার উত্তাল হয়ে ওঠে মার্কিন মুলুকের (US) বেশ কিছু অংশ। নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি, আমেরিকার একের পর এক শহর উত্তাল হয়ে উঠতে শুরু করে যুদ্ধ বন্ধের দাবিতে। নিউ ইয়র্ক, এওয়াশিংটন ডিসির মত জায়গায় যে যুদ্ধ বিরোধী মিছিলগুলি শুরু হয়, সেখানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও উঠতে শুরু করে স্লোগান। যুদ্ধ বিরোধী পোস্টার নিয়ে নিউ ইয়ার্ক এবং ওয়াশিংটন ডিসিতে রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ। পোস্টার, ব্যানারে ছয়লাপ হয়ে ওঠে মার্কিন মুলুকের গুরুত্বপূর্ণ এলাকার রাস্তাঘাট। ইজরায়েল এবং আমেরিকার কোনও যুদ্ধ ইরানে চলবে না বলে স্লোগান তোলেন মার্কিনিরা।
সম্প্রতি ইরানের ৩ পরমাণু কেন্দ্রে বোমা ফেলে আমেরিকা। নাতানজ়, ইসফাহান এবং ফোরডো পরমাণু কেন্দ্রকে নিশানা করে আমেরিকার যুদ্ধ বিমান থেকে বোমা ফেলা হয়। যা নিয়ে গোটা বিশ্ব জুড়ে চাঞ্চল্য ছড়ায়। শুধু তাই নয়, ইরান যদি যুদ্ধ বন্ধ না করে কিংবা বেগড়বাই করে, তাহলে ফের আমেরিকা হামলা চালাবে বলে হুমকি দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) তরফে।
দেখুন কীভাবে যুদ্ধ বিরোধী পোস্টারে ছয়লাপ হয়ে যায় মার্কিন মুলুকের রাস্তাঘাট...
Massive anti-war / Anti-Trump protests breaking out in New York and DC. pic.twitter.com/z2KCMBrSfz
— Brian Krassenstein (@krassenstein) June 22, 2025
ইরানের সঙ্গে যুদ্ধ করা যাবে না, এই স্লোগানে মুখর হয়ে ওঠে রাস্তাঘাট...
Happening now: Anti-war protesters have started to rally in front of the White House, calling for no war with Iran and an end to U.S. support to Israel. pic.twitter.com/mmenVH1wOG
— BreakThrough News (@BTnewsroom) June 18, 2025
যুদ্ধ বিরোধী মিছিল শুরু হয় বস্টনেও। উঠতে শুরু করে বিভিন্ন ধরনের স্লোগান...
HAPPENING NOW : Anti-war protest in Boston following US strikes in Iran. pic.twitter.com/LRP6wELFtB
— Ron Smith (@Ronxyz00) June 22, 2025
অন্যদিকে আমেরিকার তরফে ইরানে হামলার পর চোটে লাল সে দেশের প্রধান ধর্মগুরু আয়াতোল্লা আলি খোমেইনি। ইজরায়েল যা করেছে, তার ফল ভুগতে হবে। জিওনিস্টদের কোনওভাবে ছাড়া হবে না বলে হুমকি দেন খোমেইনি। তবে ইজরায়েলকে হুমকি দিলেও খোমেইনি আমেরিকা সম্পর্কে মুখ খোলেননি। আমেরিকার বিরুদ্ধে তিনি টু শব্দও করেননি নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া হুমকিতে।