দিল্লি, ২৩ জুন: ইজরায়েল (Israel) যা করেছে, তার ফল ভোগ করতে হবে। কোনওভাবে ছাড় পাবে না ইজরায়েল। এবার এভাবেই সুর চড়ালেন আয়াতোল্লা আলি খোমেইনি (Ayatollah Ali Khamenei)। ইজরায়েল এবং ইরানের যুদ্ধ যখন চরম সীমায় পৌঁছয়, সেই সময় তেহরানের ৩টি পরমাণু কেন্দ্রে বোমা ফেলে আমেরিকা। ফলে প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান (Tehran)। ইজরায়েল, ইরানের (Iran) মাঝে ঢুকে আমেরিকা যেভাবে হামলা চালায়, তার জেরে গোটা বিশ্ব জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরই ফের নতুন করে হুমকি দেন খোমেইনি। তিনি ইজরায়েলকে ছাড়বেন না বলে কড়া হুমকি দেন। তবে আমেরিকা বা মার্কিন বিমানের হামলার কোনও উল্লেখ খোমেইনি করেননি। ইজরায়েল বড় ভুল করে ফেলেছে বলে হুমকি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা।
খোমেইনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, জিওনিস্টরা মুক্তি পাবে না। বড় ফুল করে ফেলেছে ইজরায়েল। এই বড় ভুলের মাশুল ইজরায়েলকে ভুগতে হবে বলে স্পষ্ট জানান খোমেইনি। শুধু তাই নয়, এই মুহূর্তেই ইজরায়েলকে (Israel-Iran War) এর ফল ভুগতে হবে বলেও সুর চড়াতে দেখা যায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে।
দেখুন কী লিখলেন আয়াতোল্লা আলি খোমেইনি...
مجازات ادامه دارد
دشمن صهیونی یک اشتباه بزرگی کرده، یک جنایت بزرگی را مرتکب شده؛ باید مجازات بشود و دارد مجازات میشود؛ همین حالا دارد مجازات میشود.#الله_اکبر pic.twitter.com/wH6Wk9nNhJ
— KHAMENEI.IR | فارسی (@Khamenei_fa) June 23, 2025
ইরানের বিরুদ্ধে 'অপারেশন মিডনাইট হ্যামার' (Operation Midnight Hammer) শুরু করে আমেরিকা। মার্কিন (US) যুদ্ধ বিমান ইরানে ঢুকে নাতানজ়, ফোরডো এবং ইসফাহানের পরমাণু শক্তি কেন্দ্রে হামলা চালায়। যার জেরে প্রবল বিস্ফোরণে ইরানের বিভিন্ন প্রান্ত কেঁপে উঠতে শুরু করে।
ওই হামলার পরপরই ট্যুইট করেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি লেখেন, ইরানের তিন পরমাণু শক্তিকেন্দ্রে হামলা চালানো হয়েছে। যার জেরে পৃথিবীর মানুষ পরমাণু হুমকি থেকে রক্ষা করা গিয়েছে। পাশাপাশি সন্ত্রাসবাদী পালনে ইরানের ভূমিকা প্রত্যেক বিশ্ববাসী জানেন বলেও মন্তব্য করতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে।
সেই সঙ্গে ট্রাম্প আরও বলেন, ইরানের যা হয়েছে, তাতে মধ্যপ্রাচ্যে (Middle East) শান্তি ফিরবে। এরপরও যদি ইরান না থামে, তাহলে আবার হামলা চালানো হবে বলে মন্তব্য করতে শোনা যায় ডোনাল্ড ট্রাম্পকে।