World War 3 Loading? (Photo Credits:X)

Israel vs Iran: একদিকে আমেরিকা-ইজরায়েল। অন্যদিকে ইরান। মধ্যপ্রাচ্যে পূর্ণ দৈর্ঘ্যের যুদ্ধের দামামা বেজে গিয়েছে। ইজরায়েল সাফ জানিয়ে দিয়েছে, শুধু পরমাণু ঘাঁটিই নয়, এবার ইরানের স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে সেনা অভিযানও হবে। ডোনাল্ড ট্রাম্প বিপদের সব লক্ষ্মণরেখা টপকে গিয়েছেন দাবি করে ইরানও বলেছে আর কোনও আলোচনা নয়, এবার শুধুই যুদ্ধ। আর সেই যুদ্ধে এবার রাশিয়াকে পাশে পেতে রাশিয়া ছুটলেন ইরানের বিদেশ মন্ত্রী। শোনা যাচ্ছে আজ রাতেই মস্কোয় পুতিন বা রাশিয়ান সেনাপ্রধানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের সঙ্গে যুদ্ধ নিয়ে বৈঠক করতে পারেন ইরানের বিদেশ মন্ত্রী। ইরানের ওপর মার্কিন হামলা নিয়ে সরাসরি তেহরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। পুতিনের দেশ ইরানের ওপর মার্কিন হামলাকে ‘অবিবেচক’ এবং এটা ‘বিপজ্জনক পরিস্থিতির বাড়াবাড়ি’ বলে ব্যাখা করেছে। তবে ইরান চাইছে শুধু নিন্দা নয়, এবার সরাসরি তাদের পাশে দাঁড়িয়ে যুদ্ধে নামুক রাশিয়া।

তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন

ট্রাম্প যেভাবে ইজরায়েলের পাশে দাঁড়িয়ে সরাসরি যুদ্ধ নেমেছেন, সেভাবে যেন পুতিন সরাসরি ইরানের হয়ে যুদ্ধ করেন। এই আবেদন করছে ইরান। চিন সবরকমভাবে যুদ্ধে ইরানের পাশে দাঁড়াতে প্রস্তুত বলে শোনা যাচ্ছে। এখন প্রশ্ন ইউক্রেন যুদ্ধে কোণঠাসা পুতিন কি ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যাওয়ার ঝুঁকি নেবেন? তবে একটা কথা ঠিক, মধ্য়প্রাচ্যের যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হলে রাশিয়ার বড় ক্ষতি হবে না, কারণ রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ এমনিতেই মধ্যগগণে চলছে। এর মধ্য়ে ইউরোপের বিভিন্ন দেশের তৃতীয় বিশ্বযুদ্ধের আঁচ এসে পড়লে ঘুরিয়ে লাভ রাশিয়ার। যদিও আরও একটা দেশ হল, ইজরায়েলে বহু রাশিয়ান বাস করেন। এবার সরাসরি ইরানের হয়ে যুদ্ধে নামলে নিজের দেশে ক্ষোভ বাড়তে পারে। সবচেয়ে বড় ব্যাপার হল, ইউক্রেনের সঙ্গে গত দু-আড়াই বছর ধরে যুদ্ধে রাশিয়ায় অস্ত্রভাণ্ডারে, সেনা ,সংখ্য়ায় টান ধরেছে। তৃতীয় বিশ্বযুদ্ধে নামা মানেই ইউক্রেনের বিরুদ্ধে লড়াই থেকে পুতিনের ফোকাস সরে যাওয়া।

পুতিনের দ্বারস্থ ইরান

পুতিন কি সরাসরি ট্রাম্পের সঙ্গে যুদ্ধের ঝুঁকি নেবেন?

এমন অবস্থায় রাশিয়া ঠিক কী করে তার ওপরেই তৃতীয় বিশ্বযুদ্ধের ভাগ্য নির্ভর করছে বলে বিশেষজ্ঞরা মনে করছে। জার্মানি, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, ইতালি-র মত ইউরোপের দেশগুলি ট্রাম্পের যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিলেও ইরানের পাশে দাঁড়াচ্ছে না। সব মিলিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেলে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি সবচেয়ে সমস্যায় পড়তে পারে। কারণ তাদের পক্ষ বেছে নেওয়ার সঙ্কট তৈরি হবে।