তেহরান, ২৬ অক্টোবরঃ সরাসরি ইরানে হামলা শুরু করেছে ইজরায়েল (Israel)। শনিবার সকাল থেকে রাজধানী তেহরান (Tehran) এবং সংলগ্ন শহরের সামরিক ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুঁড়তে থাকে ইজরায়েল। আকাশপথে হামলার পরেই বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেয় ইরান। আকশসীমা বন্ধ করে দেয় ইরাক (Iraq) এবং সিরিয়াও (Syria)।
ইরানকে লক্ষ্যবস্তু করে আকাশপথে সরাসরি হামলা চালানোর শুরু করেছে ইজরায়েল। আইডিএফ-এর (IDF) তরফে জানানো হয়, ইরানের হামলার পালটা জবাব দিতেই তেহরানের সামরিক ঘাঁটিতে এবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তারা। পাশাপাশি ইরাক এবং সিরিয়াতেও হামলা চালিয়েছে ইজরায়েল। মুখ্যমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) জানান, নিজের দেশের নাগরিকদের নিরাপদে রাখতেই ইরানে হামলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইজরায়েলের হামলার পরেই তিন দেশ আকশসীমা বন্ধ করে দিয়েছে। দেশবাসীর নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইরানের পালটা দাবি, বিমান পরিষেবা তারা চালু করে দিয়েছে।
গত বছর ৭ অক্টোবর থেকে ইজরায়েল এবং প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাসের (Hamas) যুদ্ধ শুরু হয়েছে। সেই যুদ্ধের মাঝেই ইজরায়েলের উপর হামলা চালায় ইরান মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী হিজবুল্লা (Hezbollah)। সাম্প্রতিক সময়ে ইজরায়েলে হিজবুল্লা হামলার প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল। তাই এবার সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করল বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। একই সঙ্গে লেবাননেও হামলা চালাচ্ছে ইজরায়েল।
দিন কয়েক আগে ইজরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনের কাছে ড্রোন হামলা চালানোর অভিযোগ ওঠে হিজবুল্লার বিরুদ্ধে। এই হামলার পরেই জবাব দেওয়ার হুঙ্কার ছুঁড়েছিল আইডিএফ (Israel Defence Forces)। সেই মত এবার পুরো প্রস্তুতি নিয়ে প্রত্যাঘাত শুরু করেছে ইজরায়েল (Israel)