দিল্লি, ২৫ অগাস্ট: ইজরায়েলে (Israel) যে আঘাতের চেষ্টা করবে,তার ফল ভুগতে হবে। ইজরায়েলে আঘাত করলে, কাউকে রেয়াত করা হবে না। যে যেই হোক না কেন। ইয়েমেনে আঘাত করে এভাবেই সুর চড়ালেন বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ইজরায়েলে যদি ইয়েমেন (Yemen) আঘাত করে, তাহলে তার ফল ভুগতে হবে পুরোপুরি। ইরানেরর ইন্ধনে যখন হাউথি জঙ্গিরা ইজরায়েলেে আঘাত করে, তখনই কার্যত রণহুঙ্কার ছাড়েন বেঞ্জামিন নেতানিয়াহু।
নেতানিয়াহু আরও বলেন, যে আমাদের আঘাত করবে, তাদের পালটা আঘাত করা হবে। যারা আমাদের উপর হমলার পরিকল্পনা করবে, তাদের উপরও আঘাত করা হবে। ইজরায়েলের উপর কেউ আঘাত করলে, তার পরিণতি যে একেবারেই ভাল হবে না, তা মনে করিয়ে দেন নেতানিয়াহু।
ইয়েমেনের সানায় যে রাষ্ট্রপতি ভবন রয়েছে, সেখানে আঘাতের পরিকল্পনা করা হয় ইজরায়েলি বায়ুসেনার তরফে। ইয়েমেন যদি কোনওভাবে ইজরায়েলে হামলা চালায়, তাহলে সানায় তাদের যে রাষ্ট্রপতি ভবন রয়েছে, তা গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুঙ্কার দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।
ইয়েমেনের হাউথিরা যেকটি ক্ষেপনাস্ত্র ছুঁড়বে ইজরায়েলকে লক্ষ্য করে, তার দ্বিগুন হামলা তাদের উপর হবে। হাউথিদের কোনওভাবে ছাড়া হবে না। গুনে গুনে ইয়েমেনের উপর হামলা চলবে বলে স্পষ্ট জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত হুমকির পর ইতিমধ্যেই সানার রাষ্ট্রপতি ভবনে হামলা চালিয়েছে ইজরায়েলে। ফলে এই হামলার তোড় যে ক্রমাগত বাড়বে, তা স্পষ্ট করা হয় নেতানিয়াহুর তরফে। ইয়েমেনের হাউথিরা ক্লাস্টার বোমা ছোঁড়ে ইজরায়েলে। যার উত্তরে নেতানিয়াহু পালটা ব্যালিস্টিকমিসাইল ছোঁড়ে ইয়েমেনে। যা এতদিনের যুদ্ধের মাঝে এই প্রথম বলে জানা যাচ্ছে।