'Child Sex Predator (Photo Credit: X)

দিল্লি, ২৫ অগাস্ট: ইজরায়েল (Israel), গাজ়ার (Gaza) যুদ্ধ নিয়ে যখন গোটা বিশ্ব তোলপাড় হয়ে যাচ্ছে, সেই সময় একটি বড় খবর প্রকাশ্যে এল। এবার শিশু যৌন অত্যাচারকারী (Child Sex Predator) হিসেবে নাম সামনে এল এক ইজরায়েলির। তাও আবার ইজরায়েল সরকারের আধিকারিক হয়ে আমেরিকায় কাজ করতে গিয়ে ওই ব্যক্তির নাম শিশু যৌন অত্যাচারকারী হিসেবে উঠে এসেছে। আলেকজান্দোকোভিচ নামে ওই ব্যক্তির নাম শিশু যৌন অত্যাচারকারী হিসেবে উঠে এসে ঠিকই,তবে তাঁকে গ্রেফতারির পরপরই কেন ছেড়ে দেয় ট্রাম্প প্রশাসন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আলেকজান্দোকোভিচকে গ্রেফতারির পরপরই কেন ছেড়ে দিল মার্কিন প্রশাসন, তা নিয়ে একাধিক পোস্টের মধ্যে একটি দাবি উঠে এল। যেখানে মার্কিন প্রশাসন তাদের হস্তক্ষেপে দাবিকে অস্বীকার করেছে এ বিষয়ে।

রিপোর্টে প্রকাশ, এক শিশুকে যৌন তাঁর সঙ্গে যৌন আচরণে প্রলুব্ধ করার খবর আসে। ওই শিশুকে ইজরায়েলি অফিসিয়াল আলোকজান্দ্রোকোভিচ যৌনতায় প্রলুব্ধ করেন বলে খবর মেলে। শিশুকে যৌন আচরণে প্রলুব্ধ করা হয়েছে, এই অভিযোগ সামনে এলে, সংশ্লিষ্ট ব্য়ক্তির ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে নিয়ম মার্কিন যুক্তরাষ্ট্রের। তবে কোনও নিয়মই আলেকজান্দ্রোকোভিচের ক্ষেত্রে প্রযোজ্য হয়নি। কোনও ধরনের শাস্তি ছাড়াই আলোকজান্দ্রোকোভিচকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর।

পাশাপাশি মার্কিন সরকার এ বিষয়ে হস্তক্ষেপ করেছে, এমন দাবিও পুরোপুরি মিথ্যে বলে জানানো হয়েছে।

আদালতের তরফে জানানো হয়েছে, নেভাডায় থাকা ওই ইজরায়েলি অফিসিয়াল এক শিশুকে প্রলুব্ধ করে। তাঁর সঙ্গে যাতে ওই শিশু যৌনতায় মত্ত হতে পারে, তার জন্য বার বার তার উপর চাপ প্রয়োগ করে। যা নিয়ে তোলপাড় শুরু হলেই, ওই ইজরায়েলি অফিসিয়ালকে ১০ বছরের কারাদণ্ড তো দূরের কথা, বিনা শর্তে মুক্ত করা হয় বলে খবর।