দিল্লি, ৩০ সেপ্টেম্বর: হেজবুল্লা নেতা হাসান নাসরুল্লাকে (Hassan Nasrallah) খতম করলে আমেরিকার (US) তৈরি বোমা ব্যবহার করে ইজরায়েল (Israel)। আমেরিকার তৈরি ৯০০ কেজির বোমা ব্যবহার করে হেজবুল্লা প্রধান হাসান নাসরুল্লাকে খতম করে ইজরায়েলি (Israel) সেনা বাহিনী। গত সপ্তাহে ইজরায়েলি সেনা যে ৯০০ কেজির বোমা ব্যবহার করে, তাকে বলা হয় বাঙ্কার বাস্টার। সেই বাঙ্কার বাস্টার ব্যবহার করেই ইজরায়েলি সেনা হেজবুল্লা প্রধান হাসান নাসরুল্লাকে খতম করে বলে দাবি করা হয় আমেরিকার তরফে। মার্ক ৮৪ সিরিজের এই বোমা লেবাননে হেজবুল্লার ঘাঁটিতে ফলতেই কুখ্যাত জঙ্গি নেতা নিহত হয় বলে দাবি করা হয় বাইডেন সরকারের তরফে।
আরও পড়ুন: Israel-Hezbollah War: লেবাননের বেরুইটে ফের হামলা ইজরায়েলের, পরপর নিহতর খবর আসছে
গত ৭ অক্টোবর থেকে গাজায় যুদ্ধ যুদ্ধ হতেই ইজরায়েল পুরোদমে সাহায্য করে আমেরিকা। হামাস জঙ্গিদের খতম করতে ইজরায়েলে যেমন একের পর এক অস্ত্র পাঠাতে শুরু করে আমেরিকা, তেমনি এবার হেজবুল্লা ঘাঁটি ধ্বংসের জন্যও একের পর এক সাহায্য নেতানিয়াহুর (Benjamin Netanyahu) দেশে আসতে শুরু করে আমেরিকা থেকে। এবার সেই বন্ধ দেশে তৈরি বোমা দিয়ে হেজবুল্লা প্রধানকে খতম করে ইজরায়েল।
প্রসঙ্গত লেবাননে (lebanon) হামলা শুরু করতেই গত এক সপ্তাহে হেজবুল্লার ৭ কমান্ডারকে খতম করেছে ইজরায়েল। লেবাননের আকাশে উড়ে ইজরায়েলি বিমান কখন, কোথায় হামলা চালাচ্ছে, সে বিষয়ে স্পষ্ট কোনও খবর পাচ্ছে না হেজবুল্লাও।