Hassan Nasrallah (Photo Credit: X)

দিল্লি, ২২ অক্টোবর: হাসান নাসরুল্লার (Hassan Nasrallah) মৃত্যুর পর তার বাঙ্কারে তল্লাশি শুরু করে ইজরায়েল (Israel)। হেজবুল্লার নিহত প্রধানের বাঙ্কার থেকে ৫০০ মিলিয়ন মূল্যের সোনা এবং অর্থ উদ্ধার করা হয়েছে। এমনই দাবি করল ইজরায়েল। লেবাননের (Lebanon) রাজধানী বেরুইটে হাসান নাসরুল্লার যে বাঙ্কার রয়েছে, সেখান অভিযান চালায় ইজরায়েলি সেনা। আইডিএফের অভিযানেই ওই বাঙ্কার থেকে বিপুল সোনা এবং অর্থ উদ্ধার করা হয়েছে বলে খবর।

তবে যে বিপুল সোনা এবং অর্থ হসান নাসরুল্লার বাঙ্কার থেকে উদ্ধার করা হয়েছে, তা কবজা করতে ইজরায়েল একেবারেই উদ্যোগী নয়। উদ্ধার করা অর্থ দিয়ে লেবাননের মানুষের উন্নতির কাজে লাগানো হবে বলে আইডিএফের তরফে জানানো হয়।

হাসান নাসরুল্লার বাঙ্কার থেকে ৫০০ মিলিয়ন মূল্যের সোনা এবং অর্থ উদ্ধারের পর ইজরায়েলের তরফে লেবানন সরকারের সঙ্গে কথা বলা হয়। লেবানন সরকার যাতে কোনওভাবে হেজবুল্লাকে প্রশ্রয় না দেয়, সে বিষয়ে জানানো হয়েছে আবেদন।