India-Iran (Photo Credit: Twitter)

গাজায় যা হচ্ছে, তা বন্ধ করার চেষ্টা করুক ভারত। গাজায় হামাসের আগ্রাসন বন্ধ করতে নিজেদের সর্বশক্তি প্রয়োগ করুক ভারত। এবার এমনই দাবি করল ইরান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে এমনই আবেদন করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইজরায়েল গাজা ভূখণ্ডে যা করছে, তা বন্ধ করতেগাজা ভারতের সমস্ত ক্ষমতা ব্যবহার করা উচিত বলে মন্তব্য করলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সময় এমনই দাবি করেন ইব্রাহিম রাইসি।

পশ্চিমী দেশগুলি জোট করলেও, ভারত সেখানে নিজেদের অবস্থান সম্পূর্ণ বিচ্ছিন্ন রেখেছে। সেই জোটে না থেকে ভারত নিজেদের অবস্থান বুঝিয়ে দিয়েছে গোটা বিশ্বের সামনে।  সেই কারণে ভারতের উচিত এবার ইজরায়েলের আগ্রাসন বন্ধ করতে সমস্ত ক্ষমতা প্রয়োগের। গাজার মানুষের সঙ্গে যা হচ্ছে, তা বন্ধ করতে বিশ্বের যে কোনও দেশ যদি চেষ্টা চালায়, তাহলে তেহরান তার সঙ্গে রয়েছে বলে জানান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।