ইজরায়েল হামাস যুদ্ধের মধ্যে এবার সাদা ফসফরাস বিস্ফোরকের ব্যবহার নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করল আমেরিকা। অক্টোবরে লেবানন সীমান্তে সাদা ফসফরাস বোমা ব্যবহার করে ইজরায়েল।ন্যাশন্যাল সিকিউরিটি কাউন্সিলে স্ট্যাট্রেজিক কমিউনিকেশনের জন কিরবি জানিয়েছেন এই বিষয়ে ইজরায়েলকে প্রশ্ন করা হবে।
তিনি আরও জানান যে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য দেশগুলিকে সাদা ফসফরাস বিস্ফোরক এই উদ্দেশ্যে দেওয়া হয় যাতে সেগুলির আইনসঙ্গত ও যথাযথভাবে ব্যবহার করা হয়।
অক্টোবরে লেবাননের দক্ষিণ সীমান্তে সাদা ফসফরাস বোমার হামলায় ৯ জন মানুষ আহত হন। েবং এটিকে যুদ্ধ অপরাধ হিসেবে গন্য করেছেন অনেকেই।
এদিকে ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনের উত্তরে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে ইজরায়েল শুধুমাত্র যুদ্ধে আইনসঙ্গত যুদ্ধসরঞ্জাম ব্যবহার করেছে। যদিও ওয়াশিংটন পোস্টের এক সাংবাদিক ইজরায়েল সীমান্তের কাছে ধেইরা নামক একটি স্থানে সাদা ফসফরাস বোমার ১৫৫ মিলিমিটারের আর্টিলারি খুঁজে পেয়েছেন।
৭অক্টোবর হামলার পর থেকে হামাসের পাশাপাশি ইজরায়েল লেবানন সীমান্তেও যুদ্ধের উত্তাপ বেড়েছে। ইজরায়েলের সঙ্গে যুদ্ধে পরোক্ষভাবে জড়িয়েছে হেজবোল্লা।
US 'concerned' about reports that Israel used white phosphorus in Lebanon attack
Read @ANI Story | https://t.co/HCRw9ee0Om#US #Israel #Lebanon #whitephosphorus pic.twitter.com/pBfV8MafFG
— ANI Digital (@ani_digital) December 12, 2023