ইজরায়েলের পাশে দাঁড়াল ব্রিটেন। ঋষি সুনক বলেন, ইজরায়েলে হামলা চালিয়ে হামাস ১৪০০ মানুষকে হত্যা করেছে। হামাসের হামলায় আহত প্রায় সাড়ে তিন হাজার। হামাসের ওই হত্যালীলা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। ইজরায়েলে হামলা চালিয়ে একাধিক মানুষকে খুন এবং জখম করার পর হামাস ২০০ জনকে অপহরণ করেছে। অপহৃতদের মধ্যে শিশু, মহিলা, বৃদ্ধ প্রত্যেকে রয়েছে বলে মন্তব্য করেন সুনক। পাশাপাশি হামাস যে হত্যালীলা চালায়, তার মধ্যে ব্রিটেন-সহ প্রায় ৩০টি দেশের মানুষ রয়েছেন। যে পরিসংখ্যান দিতে গিয়ে সুনক জানান, ইজরায়েলে হামাসের হামলায় ৬ জন ব্রিটিশ নাগরিক খুন হয়েছেন। সেই সঙ্গে অপহরণও করা হয়েছে কয়েকজনকে। ইজরায়েলের সঙ্গে দাঁড়িয়ে হামাসের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হচ্ছে ব্রিটেন। পাশাপাশি যে ব্রিটিশ নাগরিকরা ইজরায়েল ছাড়তে চান, অবিলম্বে তাঁদের দেশে ফেরানো হবে বলেও জানান সুনক।
#WATCH | London: On the Israel-Hamas conflict, UK Prime Minister in the Parliament says "The attacks in Israel last weekend shocked the world. Over 1,400 people were murdered, over 3,500 wounded, almost 200 taken hostage. The elderly, men, women, children, and babies in arms were… pic.twitter.com/WJogxaLCAB
— ANI (@ANI) October 16, 2023
ইজরায়েল থেকে ব্রিটিশ নাগরিকদের ফেরাতে বিমানের ব্যবস্থা করা হয়েছে। পরপর ৮টি বিমানে করে ইজরায়েল থেকে ৫০০ ব্রিটিশ নাগরিককে ফেরানো হচ্ছে বলে জানান ঋষি সুনক। ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের মানুষের পাশে ব্রিটেনের সরকার সব সময় রয়েছে বলেও আশ্বাস দেন ঋষি।
ইহুদি সম্প্রদায়ের মানুষের উপর হামলা চালিয়ে, তাঁদের উপর যেভাবে হত্যালীলা চালানো হয়, ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়, তার প্রতিবাদে ব্রিটেন সব সময় সরব। পাশাপাশি ইহুদি সম্প্রদায়ের মানুষকে রক্ষা করতে ব্রিটেনের প্রচেষ্টা চলবে বলেও জানান ঋষি সুনক।