যুদ্ধের পরে গাজার ভবিষ্যত কি। এই ইস্যুতে বিভিন্ন মতামত এসেছে বিভিন্ন দিক থেকে। যার মধ্যে একটি হল আর্ন্তজাতিক সেনা উপস্থিতি রাখা হোক গাজার মধ্যে। তবে সেই াবেদন খারিজ করে ইজরায়েল।
এবারও আমেরিকার অনুরোধ খারিজ করল ইজরায়েল। আমেরিকার দাবি ছিল যুদ্ধ পরবর্তী গাজার শাসন প্যালেস্তাইনের কর্তৃপক্ষের হাতে দিয়ে দেওয়া উচিত। তবে এই মতামত খারিজ করল ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি চান যুদ্ধপরবর্তী গাজার নিরাপত্তা যেন অনির্দিষ্টকালীনভাবে ইজরায়েলের অধীনে থাকে। যদিও এই নিয়ে এখনও কেউ সঠিক সিদ্ধান্তে হয়নি বলে মনে করা হচ্ছে। একমাত্র যুদ্ধ শেষ হলে তবেই জানতে পার যাবে গাজার ভবিষ্যত কার হাতে রয়েছে।
গাজা স্থল অভিযানে নেমে গাজার বেশ কিছু এলাকা নিজেদের দখলে এনেছে বলে দাবি করে আইডিএফ।
The #Israel government has rejected a suggestion by the #US for handing over the control of Gaza Strip to the Palestinian Authority after the end of the war.
According to sources in the Israel Prime Minister's office, the Israel government has rejected the suggestion of the… pic.twitter.com/NPaZx9WUKZ
— IANS (@ians_india) November 19, 2023