ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) (NSA) অজিত দোভালের (Ajit Doval) সঙ্গে সাক্ষাৎ করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলের সঙ্গে হামাসের লড়াইয়ে যখন উত্তাল গাজা, সেই সময় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে নেতানিয়াহুর সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। বর্তমানে ইজরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে কী অবস্থা তৈরি হয়েছে, পণবন্দিদের মুক্তি এবং গাজায় (Gaza) সহায়তা নিয়ে দোভালের সঙ্গে নেতানিয়াহুর (Benjamin Netanyahu) বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানানো হয়। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রীর বিস্তারিত আলোচনা হয় বলে খবর।
আরও পড়ুন: Israel-Hamas War: প্যালেস্তাইনদের রোজা পালনের মধ্যেই গাজায় ফের ইজরায়েলের হামলা, নিহত ৬৭ জন
দেখুন...
Prime Minister Benjamin Netanyahu met today with Indian National Security Advisor Ajit Doval and updated him on recent developments in the fighting in the Gaza Strip. The sides also discussed the effort to release the hostages and the issue of humanitarian assistance. pic.twitter.com/EJzlR2dupE
— Prime Minister of Israel (@IsraeliPM) March 11, 2024