নয়াদিল্লি: শুরু হয়েছে রমজান (Ramadan) মাস, কিন্তু গাজার (Gaza) দৃশ্য একই। রমজান মাসের শুরুতেই গাজায় ফের হামলা চালাল ইজরায়েল (Israel)। সূত্রে খবর, হামলায় কমপক্ষে ৬৭ জন প্যালেস্তাইন নিহত হয়েছেন। আরও পড়ুন: Haiti PM Resigns: হাইতিতে ভয়াবহ পরিস্থিতি, পদত্যাগ করলেন দেশের প্রধানমন্ত্রী
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইজরায়েলে হামলায় নিহত ৬৭ জনের মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে প্যালেস্তিনীয়দের (Palestinians) মৃতের সংখ্যা ৩১,১১২-এর বেশি। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। এখনও পর্যন্ত আহত হয়েছেন ৭২ হাজার ৬৫৪ জন।
দেখুন
Israel-Hamas War: 67 Killed in Israeli Air Strikes As Palestinians Begin Ramzan Fast in Gaza#IsraelHamasWar #IsraeliAirStrikes #Gaza #Palestinians #Ramzan2024 https://t.co/8s0ZyvhT4V
— LatestLY (@latestly) March 12, 2024