দিল্লি, ১২ ডিসেম্বর: ফের গাজায় (Gaza) হামলা চালাল ইজরায়েল (Israel)। গাজায় হামলা চালিয়ে পরপর ৩৫ জন প্যালেস্তিনীয়কে (Palestine) হত্যা করা হয়েছে বলে খবর। যাদের মধ্যে ১২ জন নিরাপত্তারক্ষী বলে খবর। গাজার দিকে ত্রাণ নিয়ে যখন লরি রওনা দেয়, সেই সময় ইজরায়েলি বাহিনী (IDF) হামলা চালায় বলে অভিযোগ। যার জেরে ৩৫ জন প্যালেস্তিনীয়র মধ্যে ১২ জ ন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয় বলে খবর। যে ১২ জন নিরাপত্তারক্ষীর প্রাণ যায় ইজরায়েলি বাহিনীর হামলায়, তাঁদের মধ্যে ১২ জন রাফায় ছিলেন। বাকিরা খান ইউনিস শহরে যখন ছিলেন, সেই সময় চলে হামলা। যদিও ইজরায়েলের তরফে পালটা দাবি করা হয়।
গাজার পাশাপাশি লবানন এবং সিরিয়াতেও পরপর হামলা চালাচ্ছে ইজরায়েল। সিরিয়া থেকে আসাদ পালানোর পর সেখানে হামলা শুরু করেছে ইজরায়েল। যা নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ। ইজরায়েল যাতে সিরিয়ায় হামলা বন্ধ করে, সে বিষয়ে রাষ্ট্রসংঘের তরফে একাধিকবার জানানো হয়েছে। তবে রাষ্ট্রসংঘরে বিধিনিষেধ উপেক্ষা করেই সিরিয়ায় আকাশ পথে হামলা শুরু করেছে ইজরায়েল।