রাফায় (Rafah) ফের বোমাবর্ষণ শুরু করল ইজরায়েল (Israel)। গাজার এই গুরুত্বপূর্ণ শহরে বোমাবর্ষণের জেরে ১৫ জনের মৃত্যুর খবর মেলে। দক্ষিণ গাজার (Gaza) একটি হাসপাতালের তরফে এই খবর জানানো হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ১৫ জনের মৃত্যুর পাশাপাশি কতজন আহত হয়েছেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
আরও পড়ুন: Israel-Gaza War: হামাসের সঙ্গে হেজবুল্লা হামলা চালাচ্ছে যখন তখন, তৈরি উত্তর ইজরায়েল
দেখুন ভিডিয়ো..
🇵🇸 ISRAEL is BOMBING RAFAH as they claim they’re EVACUATING RAFAH. pic.twitter.com/nACbQv3aZH
— Jackson Hinkle 🇺🇸 (@jacksonhinklle) May 7, 2024
এদিকে ইজরায়েলের সেনা বাহিনী ফের নতুন করে বোমাবর্ষণ শুরু করায়, রাফা ক্রসিং বন্ধ করা হয়েছে। প্যালেস্তাইনের দিকে রাফায় যে ক্রসিং রয়েছে, তা বন্ধ করা হয়েছে বলে খবর। প্রসঙ্গত আন্তর্জাতিক বিশ্বের তরফে গাজায় যে মানবিক সাহায্য পাঠানো হচ্ছে, তা ইজিপ্ট ক্রসিংয়ের দিক থেকে। গাজা এবং ইজিপ্টের সেই ক্রসিং বন্ধ করা হয়েছে বলে জানা যাচ্ছে।