ইজরায়েলে (Israel) পরপর হামলা চালাচ্ছে হেজবুল্লা। উত্তর ইজরায়েলে যে কোনও সময় এই জঙ্গি গোষ্ঠীর সদস্যরা হামলা চালাচ্ছে। ফলে আইডিএফের (IDF) পাশাপাশি সেখানকার স্থানীয় মানুষও হেজবুল্লাকে পালটা উত্তর দিতে তৈরি। এমনই খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়।
ইজরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফা। সেখানকার মেয়র সম্প্রতি বাসিন্দাদের উদ্দেশে আর্জি জানান। হাইফার মেয়র বলেন, ওই শহরের প্রত্যেক বাসিন্দা নিজেদের কাছে যথেচ্ছ পরিমাণ খাবার এবং ওষুধ যেন মজুদ করে রাখেন। হেজবুল্লা যে কোনও সময় হামলা চালাতে পারে। জঙ্গি রা হামলা চালালে, নিরাপদ আশ্রয়ে যেতে গেলে মানুষের কাছে যাতে পর্যাপ্ত খাবার এবং ওষুধ থাকে, সে বিষয়ে করা হয়েছে সতর্ক।
আরও পড়ুন: Israel-Gaza War: গাজার হাসপাতালের পাশে গণকবরে জ্ব্যান্ত দাফন ২০ জনকে? দাবি প্যালেস্তাইনের
হামাস নিধনে ইজরায়েল গাজায় হামলা চালানোর পর থেকে হেজবুল্লা পালটা হানাদারি চালাতে শুরু করে নেতানিয়াহুর দেশে। বিগত ৬ মাস ধরে হেজবুল্লা হানা হামলা শুরু করেছে ইজরায়েলের একাধিক জায়গায়। ফলে হেজবুল্লার এই হামলা আরও জোরদার হতে পারে বলে আশঙ্কা ইজরায়েলের।