ইজরায়েলের (Israel) সঙ্গে হামাসের (Hamas) যুদ্ধের মাঝে গণকবর (Mass Grave) নিয়ে ভয়াবহ তথ্য উঠে আসতে শুরু করেছে। এবার প্যালেস্তাইন সরকারের তরফে একটি ভয়াবহ দাবি করা হল। প্যালেস্তাইনের (Palestine) প্রতিরক্ষা মন্ত্রকের এক সদস্য দাবি করেন, গাজার হাসপাতালের পাশে যে গণকবরের সন্ধান মিলেছে, সেখানে ২০ জনকে জ্ব্যান্ত দাফন করা হয়েছে। প্যালেস্তাইনের তরফে এই ভয়াবহ দাবির পর থেকে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
মহম্মদ মুঘের নামে ওই ব্যক্তির দাবি, গণকবরে তাঁরা ২০টি মৃতদেহ সনাক্ত করেছেন, যাঁদের হাত বাধা ছিল। সেই সঙ্গে তাঁদের শরীরের সঙ্গে মেডিকেল টিউব সংযুক্ত ছিল। যা দেখে অনুমান করা হয়, ওই২০ জনকে যখন কবর দেওয়া হয়,তাঁদের ধড়ে প্রাণ ছিল।
দেখুন ভিডিয়ো...
Israel has reduced another Gaza hospital to a mass grave and U.S. media is burying the story.
Over 400 bodies have been discovered at Nasser Hospital as the IDF’s many atrocities in Khan Younis are only beginning to unfold. pic.twitter.com/R6RJmKYCax
— BreakThrough News (@BTnewsroom) April 24, 2024
প্রসঙ্গত গাজার খান ইউনিস শহরের আল নাসের হাসপাতালের পাশেই এই গণকবরের সন্ধান মেলে। যেখান থেকে এখনও পর্যন্ত ৪০০ মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে দাবি হামাসের।