গাজায় (Gaza) গণহত্যা রুখতে ইজরায়েলকে (Israel) সব ধরনের পদক্ষেপ করতে হবে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের (ICJ) তরফে এমন নির্দেশ দেওয়ার পর বিষয়টি নিয়ে মুখে খুললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের নির্দেশের পরপরই বিবৃতি প্রকাশ করেন নেতানিয়াহু।
দেখুন কী বললেন নেতানিয়াহু...
Prime Minister Benjamin Netanyahu's comments on the decision of the International Court of Justice in The Hague:
"Israel's commitment to international law is unwavering. Equally unwavering is our sacred commitment to continue to defend our country and defend our people.
Like… pic.twitter.com/cu2BNLZim6
— Israel ישראל (@Israel) January 26, 2024
ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, নিজেকে রক্ষার সমস্ত ধরনের অধিকার রয়েছে ইজরায়েলের। হামাস জঙ্গিদের সঙ্গে লড়াই ইজরায়েল চালাবে। নিজের মানুষদের রক্ষার অধিকার পৃথিবীর সমস্ত দেশের রয়েছে। ইজরায়েলেরও সেই অধিকার রয়েছে। শুধু তাই নয়, নিজেদের মানুষকে রক্ষা করতে সবকিছু করতে পারে ইজরায়েল। তবে গাজায় গণহত্যা চলছে বলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যে দাবি করে, তা মিথ্যে এবং আপত্তিজনক। ইজরায়েলের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ পৃথিবীর যে কোনও দেশের শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ নস্য়াৎ করে দেবে বলেও কড়া মন্তব্য করেন বেঞ্জামিন নেতানিয়াহু।