Israel PM (Photo Credit: Twitter)

ইজরায়েল হামাস যুদ্ধে এবার মধ্যস্থতার ক্ষেত্রে আশার আলো দেখা দিচ্ছে। বেশ কিছুদিন আগে পণবন্দিদের নিয়ে যুদ্ধবিরতি সহ বন্দি প্রত্যাবর্তনের একটি বার্তা ইজরায়েলকে দিয়েছিল হামাস। যেখানে পণবন্দিদের বদলে পণবন্দি এবং কিছুদিনের জন্য যুদ্ধ বিরতির কথা জানানো হয়েছিল। এই মধ্যস্থতার কাজ হচ্ছিল কাতারকে মধ্যখানে রেখে।

এবার ইজরায়েলের পক্ষ থেকেও মধ্যস্থতা নিয়ে আগ্রহ দেখা গেল।ইজরায়েলের পার্লামেন্টে আলোচনার পর মধ্যস্থতা নিয়ে বেশ কিছু বিষয় তারা জানিয়েছে। যেখানে তারা বলেছে, চারদিনের যুদ্ধ বিরতি এবং সঙ্গে ৫০ জন পণবন্দিকে ছেড়ে দেওয়ার প্রস্তাব হামাসকে দিয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস থেকে জানানো হয়েঠছে এমনই তথ্য।

বেশ কিছুদিন ধরেই গাজায় সংঘর্ষ যাতে বন্ধ করা হয় তার জন্য মধ্যস্থতার ভূমিকায় দেখা গিয়েছিল কাতারকে। এবার সেই রাস্তা কিছুটা হলেও খুলল বলে মনে করা হচ্ছে।