দিল্লি, ৫ ডিসেম্বর: গাজায় (Gaza) ইচ্ছাকৃতভাবে 'গণহত্যা' (Genocide) চালাচ্ছে ইজরায়েল (Israel)। গাজার ঐতিহাসিক সৌধ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ভবন, সবকিছু ধ্বংস করে দিচ্ছে। ইচ্ছাকৃতভাবে গাজার সবকিছু ধ্বংস করে দিচ্ছে ইজরায়েল। এবার এমনই অভিযোগ করল অ্যামনেস্টি ইন্টারন্যাশানাল। গাজায় যাতে কোনওভাবে খাবার ঢুকতে না পারে, কোনও চিকিৎসা পরিষেবা না থাকে, তার জন্য চেষ্টা চালাচ্ছে ইজরায়েল। ফলে পরিকল্পিতভাবে গাজায় গণহত্যা ইজরায়েল চালাচ্ছে বলে দাবি করা হয় এই মানবাধিকার সংগঠনের তরফে।
এসবের পাশাপাশি গত ৭ অক্টোবর ইজরায়েলে প্রবেশ করে হামাস যে হামলা চালায়, তার প্রেক্ষিতে নেতানিয়াহু বাহিনীর এই ধরনের ক্রমাগত পালটা হামলাকে কখনওই মেনে নেওয়া যায় না। ইচ্ছাকৃতভাবে গাজায় এই ধরনের ধ্বংসলীলা ইজরায়েল চালাচ্ছে বলে জোরদার কটাক্ষ করা হয় এই মানবাধিকার সংগঠনের তরফে। শুধু তাই নয়, জঙ্গি আস্তানা ধ্বংস করার নামে ইজরায়েলে সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে বলেও কটাক্ষ করা হয়।
প্রসঙ্গত গাজায় ক্রমাগত হামলার জেরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইন্টারন্যাশানাল ক্রিমিনাল কোর্ট।